Shadow

আমাদের আন্তরিক মন – সুবীর গুহ

p.c. Education Blog

আমাদের আন্তরিক মন

সুবীর গুহ

কোথাও যাব না আমি
যাব না কোথাও —
সব মন ভিজে গেছে
জলভরা মেঘে–
কোন কিছু শুকনো নেই
আর কোনোখানে,
রূপ, রস, গন্ধ আর মানবিক বোধ
সবটুকু রাখা আছে
তোমার মুঠিতে।
তোমার চোখের কোণে
অশ্রু বিন্দু মুক্তো হলে–
হাত ধরে হেঁটে যাব
সাগর পারের সেই
আদিগন্ত নীলিমার নীলে
ছুঁয়ে যাব প্রতিটি আঙুলে
স্বপ্নে দেখা নন্দনের বন
আমাদের বিস্তৃত হৃদয়
আর আন্তরিক মন।
*********************************

সুবীর গুহ পরিচিতি
জন্ম ১৯৫২ সালে৷ মামাবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হওয়া সুবীর বাবু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক৷ ছোট থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলের ছাপ তাঁকে ক্রমশঃ আকৃষ্ট করে গানবাজনা,খেলাধূলা,সাহিত্য সবকিছুতেই৷ পরিণত বয়সে তার প্রকাশ ঘটে বিভিন্ন লিটল্ ম্যাগাজিনে যেমন-কর্ণ,পথে-প্রান্তরে,চর্যাপদ,আঞ্চলিক দর্পণ ও আরো নানা পত্রপত্রিকায় যা সমাদৃত হয়৷ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যুগলবন্দী’ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মপরিচয় ও অন্যান্য কবিতা’ ইতিমধ্যেই প্রকাশিত এবং যথেষ্ট সমাদৃত৷ তাঁর আরো একটি বই প্রকাশের কাজ চলছে৷

 

 

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!