Shadow

উৎসের শেষ শিকড় টুকু  – সুরভী চট্টোপাধ্যায়

PC: Wallpaper safari

উৎসের শেষ শিকড় টুকু 

সুরভী চট্টোপাধ্যায়

পাহাড়ের মাথা থেকে একটি হাইরাইজ পালক আমাকে ছুঁয়েছিল
আর দিন-সপ্তাহ পর আমি
ডুবে গিয়েছিলাম সার্বিক বাস্তবতার বোধে
যেন শীতের আবেশ মাখা
একটি ফ্লুয়ে আচ্ছন্ন আগামীকাল…
রক্ত এবং কুয়াশার কয়েকটি ডানা
আর আমি স্বর্গীয় মধু ভরে ছুঁয়ে দেখেছিলাম সাম্রাজ্যবাদের ঝুঁটিগুলো…
নিভু নিভু মোমের আঁচে প্রয়াত মানবতা
আর দুঃখী রগগুলোর ভেতর দিয়ে হেঁটে চলেছে
মাদকের সুরম্য ঐতিহ্যখানি…
সবুজ হয়ে আছে অহং এর মতো
চিরহরিৎ খেতগুলো…
আর আমরা পৃথিবী হয়ে উঠে চিবিয়ে খাচ্ছি
বহু উৎসের শেষ শিকড়টুকু…
*************************************
কবি পরিচিতি – সুরভী লেখালেখির চেষ্টা করতে ভালোবাসে। এর মধ্যে বেশ কিছু পত্রপত্রিকায় তাঁর লেখা বেরিয়েছে,নিজের লেখাকে সকল পাঠকের মধ্যে পৌঁছে দেওয়াই তাঁর স্বপ্ন।

 

2 Comments

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!