কিচির মিচির – কচি কাঁচাদের নিয়ে

নীল জামা গায়,
গোলাপী সাগর তারে
ডাকে আয় আয়!” – আহেরি মন্ডল
আহেরী মন্ডলঃ বিশাখাপত্তনম নিবাসী আহেরী, টিম্পনি স্টীল সিটি স্কুলে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। পড়াশোনার ফাঁকে ছবি আঁকতে, পাশ্চাত্য গান গাইতে এবং শুনতে খুব ভালোবাসে। আহেরীর বিজ্ঞান বিষয়টি খুবই পছন্দের। বিজ্ঞান বিষয়ক পরীক্ষা নীরিক্ষা গুলো করে সময় সুযোগ মতো। পড়াশোনা ছাড়াও আহেরী teakwondo মার্সাল আর্ট এবং বাংলা গান শেখে।
***********************************

হেড দিতে চাঁদকে
আরেকজনা দাঁড়িয়ে আছে
গোলপোস্ট আটকে – তানিশা গুহ
তানিশা গুহ: কাঁকিনাড়া নিবাসী তানিশা গুহ রথ তলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্রী আঁকতে ভালোবাসে।
*********************************

গাঁয় বাড়ি দেবে পাড়ি,
নাও বাঁধা গাছে! – নীলাব্জ ঘোষ
নীলাব্জ ঘোষ,সেন্ট জেভিয়ার্স স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। ছবি আঁকতে ও হাতের কাজ করতে ভালোবাসে। নিবাস ব্যারাকপুর।
*******************************

রাস্তা ও বাড়ি,
আঁকাবাকা এই পথে
এসো তাড়াতাড়ি.. নৈঋতি সরকার
দুর্গাপুর এর নৈঋতি সরকার,মডেল স্কুলে পঞ্চম শ্রেনীর ছাত্রী।
*******************************
দাওয়ায় বসে মা ভাজছেন পিঠে –
গপ গপাগপ মুখে ভরি
খেতে বড়ই মিঠে! শতরূপ হালদার
শতরূপ পাঠভবন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র,ছবি আঁকতে ভালোবাসে,হাতের কাজ করতেও ভালোবাসে। নিবাস ঢাকুরিয়া।
*********************************
জুতোয় লাগানো চাকা
ঘোরে বনবন
ধপাস না হয়ে যাও
চলো দিয়ে মন – সমৃদ্ধি চন্দ্র
বিশাখাপত্তনম নিবাসী সমৃদ্ধি,সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। পড়াশোনার ফাঁকে কুচিপুড়ি নাচ শেখে ও বিভিন্ন গানের তালে নাচতে খুব ভালোবাসে।
**********************************
“দেখি কার কত বড় হাঁ
এই নে,মিলেমিশে খা!! ”
অহিতাগ্নি সিংহ।
অহিতাগ্নি বরানগর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ছবি আঁকতে ভালোবাসে।
********************************
Khub sundor hoyeche….sob kota drawing and painting.