Shadow

শেঠজীর পুঁটলি – অঙ্কন দন্ড

PC: Shutterstock.com

শেঠজীর পুঁটলি
অঙ্কন দন্ড

“কিছু টাকা দাও বাবু”,এসে বলে ভিক্ষুক,
শেঠজী মুখ মুছে বলে “থোড়া যাও রুক।”
এই বলে এঁটো হাত পুঁটলিতে ঢোকালো
কোণাকুণি খুঁজে খুব বেশ করে ঝাঁকালো।
পুঁটলির ভেতরে ঠাকুরের পাতা ফুল,
পাওয়া গেল জমানো উঠে যাওয়া পাকা চুল।
খুঁজে খুঁজে শেঠজীর খানা হলো ডাইজেস্ট,
ভিখারী আশায় চেয়ে হয়ে পড়ে আনরেস্ট।
খুঁজে চলে খুঁজে চলে টাকা তবু পায় না,
“রাখ তোর পয়সা, ও আমার চাই না!”
ধৈর্যের বাঁধ ভেঙে চলে গেলো ভিখারী,
তারপরে পাওয়া গেলো নোট এক টাকারই।
অঙ্কন দন্ড
অঙ্কন দণ্ড, জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা ” ছোটদের পাতা ” শীর্ষক – এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা ” ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!