Shadow

সংস্থান – জয়িতা সরকার

সংস্থান
জয়িতা সরকার

আবার একটা নতুন দিন।
মেঘে আর বৃষ্টিতে বুঝতে পারছিনা
দুপুর- বিকাল -সন্ধ্যা -সকাল…
আবার যুদ্ধের প্রস্তুতি অকাল-আকাল-অসময়। আধুনিক পুরুষের চোখ দুটো অস্বস্তিকর লাল।
ললনা তার প্রেমিকের রক্তে লিপস্টিক লাগাচ্ছে।
এমনকি বালকেরা নীল বৃষ্টিতে কামার্ত!
নিজের মাথা নিজেই কেটে নৈবেদ্য সাজিয়েছে সুন্দর বাহুবলী যুবক।
সিদ্ধাচার্য মন্ত্ররহিত
অস্ত্র আর ফুল সবকিছু একদম মিলে মিশে আছে কাছাকাছি।
কেউ কেউ এখন নিকুম্ভিলা যজ্ঞাগারে ।
পুজোর ফুলের জন্য অপেক্ষায় রয়েছে অনন্ত অসীম,
আসছে না কিছুতেই এখনো তা।
বাটা চন্দন শুকনো হয়ে গেল।
আর কেউ বসে রুদ্ধদ্বার বৈঠকে
বিভীষণের সঙ্গে ফিসফিস ষড়যন্ত্রে শান দেবার জন্য।
কোথাও যুদ্ধ,আর কোথাও যাত্রাপালায় নকল নকল যুদ্ধ।
চুমার বিপরীতে মুখোমুখি তৈরি ধারালো নখ আর দাঁত,
সবাই শুনছে না সেইসব শব্দ,জানছে না সেইসব কথা। বুঝেও দেখছে না কেউ কেউ।
বৃষ্টিতে স্নান করতে চায় উত্তপ্ত চাঁদ।
পৃথিবীর প্রাচীন কাঠামোগুলোর উপর পরে নেমে আসছে
একটার পর একটা মানহীন পোষাক,
উড়ে উড়ে নেমে আসছে,
পরে নেবে যখন যেমন যার দরকার হয়,
আয়েশের কল্পনায় খেতে বসবে,সুখাদ্য সুবাসিত।
আমার তো এখনো দুটো ডালভাত খাওয়া হয়নি!
***************************************

জয়িতা সরকার (বৈদ্যবাটী,হুগলী জেলা)

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!