Shadow

আমার প্রেম আছে আলোর কাছে – ডঃ অনুপ দত্ত

PC Pinterest

আমার প্রেম আছে আলোর কাছে

ডঃ অনুপ দত্ত

আমার প্রেম আছে
আলোর কাছে
বহুদিন ধরে যত্নে রাখা
এই ধন
হৃদয়ে সঞ্চয়, তাই হারাই সর্বক্ষণ
দানপত্র করে দিতে চাই,
কোথায় পাবো সেই জন৷

আমার এক চালাঘর আছে
ঝোলায় ভরা
অযত্নে রাখা মনের মাঝে
গোছানো উঠোন
তুলসী মঞ্চ ঘিরে আছে
ফুল মাধবী কানন
জোনাক জ্বালে সাঁঝের আলো, শ্রাবণ ধারা যেমন৷

আমার এক বোষ্টমী সখা আছে
এখানে তার হৃদয় গানে
মাধব বেড়ায় হেসে
এখানে জীবন অর্থ খোঁজে
রবীন্দ্র নজরুল বেশে
এখানে সূর্য আপন রঙে হোলি খেলে যায় অনুক্ষণ
এখানে যেন ঘরপোড়া গরু হৃদয়ে ভয়,হারাই মন সর্বক্ষণ৷

এখানে আমার প্রেম আছে
আলোর কাছে
আলোয় ভরা জোনাক ঘেরা
তুলসী মঞ্চে শ্রদ্ধা জোড়া
সবই আছে হৃদয়ে দুঃখ হরা,
এখানে ভৌগোলিক কাঁটাতার বেশে
আমি শুধু নাই আমার অনন্ত নিরিবিলি দেশে ৷
**************************************************

ডঃ অনুপ দত্ত পরিচিতি:
কবি অনুপ দত্ত-র জন্ম কালীতলা হাট, বগুড়া শহর, বাংলাদেশ৷ ওপার বাংলায় ইশকুল শেষে বিশ্ববিদ্যালয় ডিগ্রী দার্জিলিং থেকে৷ পি.এইচ.ডি. থিসিসের কাজ এবং কর্মস্থল শুরু উত্তরবঙ্গ, বীরপাড়া ডুর্য়াসে৷ বহুজাতিক কোম্পানি থেকে অবসরপ্রাপ্ত এই বিজ্ঞানী বর্তমানে নিজের স্থাপিত ফার্ম, “মিলিকন কনসালটেন্সি এন্ড ড্রাগ ডেভেলপমেন্ট”-এর কাজে যুক্ত৷ কবি অনুপ দত্ত-র প্রথম কাব্যগ্রন্থ…”কবিতার পুরুষ ও স্বজনেরা“৷ মাঝে নবীন কবিদের নিয়ে উত্তরবঙ্গ শিলিগুড়ি রেডিও তে কবিতা আসর জমাতেন। ঠিক তারপরেই উত্তরবঙ্গের বাছাই করা আটজন কবিদের কবিতা-গুচ্ছ নিয়ে সম্পাদনা করেন কাব্যগ্রন্থ “আত্রেয়ী সৈকত”। চাকুরী অন্তে শেষ জীবন এক নতুন ধারা  ষটপদী সাহিত্য রচনা “বাংলা লতিফা”-র (ষটপদী) কাজে নিজেকে উৎসর্গিত করেন৷ তাঁর সম্পাদিত “বাংলা লতিফা  (ষটপদী) সংকলন কলস” ২০১৫তে কোলকাতায় ও পরে ঢাকাতে উন্মোচিত হয়৷ দ্বিতীয় সংকলন লতিফা (ষটপদী) কলস~ ২০১৬ তে বেগম সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় যাদুঘর, ঢাকায় মোড়ক উন্মোচন ৷ তৃতীয়  সংকলন লতিফা (ষটপদী) কলস~ ২০১৭, চতুর্থ কলস~২০১৮ এবং গত বছর  পঞ্চম  কলস~২০১৯ ‘বাংলা লতিফা (ষটপদী)সংকলন” সম্পাদনা এক নজির স্থাপন করলো৷ এবার ষষ্ঠ কলস~২০২০ প্রকাশের পথে। চার ধরণের কবিতার সমাহার “চতুরঙ্গ” তাঁর নবতম একক কাব্যগ্রন্থ।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!