Shadow

ঘুমন্ত পৃথিবী ঘর গাছ – দীপন মিত্র

PC Richard Ross

ঘুমন্ত পৃথিবী ঘর গাছ

দীপন মিত্র

রাতের আকাশ থেকে আমি আর ফিরব না
আমি আর ফিরব না শৈশবের ঘর থেকে
অলিগলি রাস্তা ঘাট সে শহর, ছাড়ে না আমায়
প্রতিটা পথের গন্ধ আমার নিঃশ্বাসে বাস করে
আমি আর ফিরবনা সে শহর থেকে
কী ধূসর, শহরের পুবদিকে শেষ প্রান্ত
ক্ষয়ে গেছে রেল গুমটি, প্ল্যাটফর্ম!
যে পথ যতটা গেছে আরো যাবে, যাক
অতীতের থেকে ফেরা যায় না কখনো
ফাল্গুনের দ্বিপ্রহরে হঠাৎ ঝড়ের বেগে পাতারা আকাশ ছেয়ে ফেলে
শিরীষ বৃক্ষের নীচে দাঁড়িও তখন…. ফিরব না
বছর দশক যুগ ধরে আমি এক পাথরের মতো
একটি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি
আমি আর ফিরব না, ফিরব না আর
*****************************************

 

 

 

1 Comment

  • Surajit Sarkhel

    সমস্ত কবিতায় একটা ভীষণ আর্তি জেগে উঠছে যেন!
    কি সুন্দর অনাবিল ভাবে প্রকাশ করেন! আশ্চর্য হয়ে যাই।ভাল থাকবেন দীপন দা।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!