ঝরা পাতার কবিতা
শ্রীময়ী গুহ
কবিতা লেখার জন্য একটু বেদনা লাগে!
একটু বালিশ ভেজা কান্না….
আর লাগে এক ছটাক ব্যর্থ প্রণয়!
তুমি কিচ্ছু জানো না কবি!
কবিতা লিখতে গেলে গরীব হতে হয়।
মনে গো মনে!
হৃদয়ের অভ্যন্তরে অভূক্ত তৃষ্ণার্ত চাতক হতে হয়!
ও গোঁসাই!
বাস্তবে নয়…..
গরীব হতে হয় শুধু একাকীত্বের আখর খাতায়!!
কবিতা লিখতে মন লাগে! একটা গোটা মন!
ভাঙা মন হলে আরও ভালো লেখা হয়!
আসলে লেখনীতে শব্দ আসেনা; আসেনা নুপূরের বা সেতারের ঝঙ্কার!
তাও ভালোবাসার এ এক অলিখিত সেতু পারাবার!
একটা কফি হাউস লাগে জানো!
চিলতে কলেজ স্ট্রিট, ছোট্ট চায়ের কেবিন,
বা নিদেনপক্ষে…..ট্রামলাইনের অহেতুক হঠাৎই জলেভেজা!
অথবা….
কোনো ছাতের পুরোনো চিলেকোঠার কম্পন চুম্বনে
চিঠি দিয়েও,
বন্ধনে ডানা ঝাপটানো প্রেমে মুক্তি খোঁজা!
ঘাসজমি ,আলপথ শহরতলীর…. বেফসলা মাঠঘাট,
পটভূমি…….. একটু তো লাগেই গো!
আজ যা গচ্ছিত,
কাল তাই ঋণের দুঃসহ বোঝা…
কী আশ্চর্য!
এক জীবনেই তোর সবটুকু পাওনা গণ্ডা হিসেব মেটানো!
এতোটাই সোজা!!
কবিতা! তোর জন্য….. একটু ঝড় বৃষ্টি লাগে, আর হ্যাঁ ,বসন্তও দরকার হয় সময় সময়!
তুমি কিচ্ছু বোঝো না গোঁসাই!
পর্ণমোচীরও আত্মসম্মান আগুনে ফাগুনে বয়!
কবিতা লিখতে গেলে,
নিদেনপক্ষে দীঘির তলানিতে টুপ করে ঝরে পড়া শেষের ঝরা পাতাটিরও মনটুকু ছুঁতে জানতে হয়!
কবিতা লিখতে গেলে…..
একটু কান্না,
একটু বেদনা,….. আর অনেক অনেকটা…..
চোরাগোপ্তা, খরস্রোতা হতে হয় রে কলম!
এমনিই কী ভাবিস….
ক্রন্দনের বালুচরে রাখবি ভরে জোয়ার মলম!
কবিতা লিখতে গেলে…..
শেষের শুরুর পথের বাঁকের ঐ অধরা সম্পূর্ণতার খোঁজেই নিজেকে নিঃস্ব করে…..
কবিতার স্রোতকেই জিতিয়ে যেতে হয়,!!
***************************************************
শ্রীময়ী গুহর পরিচিতি
স্বর্গীয় মহাসমর রায় ও স্বর্গীয়া দীপ্তি রায়ের কন্যা শ্রীময়ী গুহ শৈশবে মাতৃহারা হয়ে বাবার উৎসাহেই পড়াশুনা, নাচ, গান, আঁকা, স্পষ্ট চিন্তাধারা ও স্পষ্ট বাকের পথ ধরে নিজেকে গড়ে তুলেছেন৷ ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের ও যোগমায়া দেবী কলেজের ছাত্রী শ্রীময়ীর লেখা আঁকা ছোটবেলায় আনন্দবাজারে ছোটদের বিভাগে প্রকাশিত হতো৷ সৌভাগ্য হয়েছে শ্রদ্ধেয় রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আঁকার কাজ চালিয়ে যাওয়ার৷ যৌথ পরিবারের বধূ, দুই পুত্র কন্যা ও পুত্রবধূর মা হয়েও শ্বশুর বাড়ির সবার উৎসাহে নিজের সৃষ্টিশীলতাকে বজায় রেখে চলেছেন এখনো৷ বিভিন্ন পত্রপত্রিকায় ও সংকলনে প্রকাশিত হয়েছে নিজস্ব কবিতা ও ছোটগল্প। নিজস্ব বই ‘বহ্নিশিখা’ ও প্রকাশিত৷ নিজের ও বিভিন্ন লেখকের বইয়ের প্রচ্ছদ আঁকার সৌভাগ্য হয়েছে তাঁর৷ ইতিবাচক ভাবনায় বিশ্বাসী জীবন যুদ্ধকে সত্যের পথে সহজ ভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পছন্দ করেন তিনি, ভালোবাসেন বাগান করতে ও সারমেয়দের সেবা করতে।