Shadow

বৃষ্টিনদী – শ্রাবণী বসু 

PC: My Idle pen

বৃষ্টিনদী

শ্রাবণী বসু 


চালচুলোহীন একখানা মেঘ
বৃষ্টি হয়েছে তোমার জন্য,
কঠিন শিলা উত্তাপে গলে গিয়ে ঝরছে
ঝরঝর …ঝরঝর…ঝরঝর…!

এ কী ! ছাদের আড়াল দিলে যে ?
মেঘেরা দুঃসাহসী কিন্তু বেহায়া নয়,
অদম্য কিন্তু অশালীন নয়। 

আকাশের নীচে ভুবন জুড়ে দাঁড়াও
শুধু একটা মুহূর্তের জন্য –
তুমি আর ক্রন্দসী সমার্থক হয়ে যাও।

ওভাবেই দাঁড়িয়ে থাকো- বুকের বোতাম খুলে।
তোমার বাদামি বুকে নীল জলের নদী হয়ে যাবে বৃষ্টি ।
**********************************************

শ্রাবণী বসু পরিচিতি:
পেশা শিক্ষকতা। কবিতা যাপনে যে সুখ পান,তেমনটি আর কোথাও পাননা। আর সেই কারণে কবিতা পাঠ করার সাথে সাথে লেখালিখি চলতে থাকে।
প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ: দ্বিপ্রহর-১ (প্রিয়মুখ প্রকাশনী বাংলাদেশ)
ফেলে আসা শহর (বিভা পাবলিকেশন,কলকাতা)
দুই বাংলার লতিফা কলস (২০১৭),(২০১৮),(২০১৯) সম্পাদক ডঃ অনুপ দত্ত
পাল তুলে দিই কবিতায়
গালিব ছুঁয়ে বলছি (২০২১)
সম্পাদক:শুভঙ্কর দাশ,শুভ্রাশ্রী মাইতি
একক কাব্যগ্রন্থ:কাগজের প্রতিবাদ (ইন্টারন্যাশনাল পাবলিশিং সেন্টার,কলকাতা)
বিভিন্ন পত্রিকা ও ই-পত্রিকা
সহ সম্পাদিকা:স্মাটি ত্রৈমাসিক পত্রিকা,হলদিয়া

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!