Shadow

ঘরবন্দী খেলা – বৈদেহী সাধুখাঁ

PC: Mobility India

ঘরবন্দী খেলা

বৈদেহী  সাধুখাঁ

সকাল থেকে এখন শুধুই
         ঘরের ভেতর থাকা,
ভুলেই  গেছি খেলাধুলো,
     নাচ আর ছবি আঁকা! 

ঘরেই খেলা, ঘরেই পড়া,
       দিনটা ঘরেই কাটে
বিকেল বেলায় কেউ ছোটে না
     বাড়ির পাশের মাঠে!

স্কুলের দোরে তালা আঁটা,
          অনলাইনে পাঠ
 বন্ধ দাদুর সকাল বিকেল
         হাঁটা,ঘোরার পাট।

টিনা, মিনি, রোহন, টুকাই
       সব কথা হয় ফোনে
স্কুলের গেট আর লাইব্রেরীটা,
        আবছা পড়ে মনে।

পয়লা বোশেখ উধাও,কোথায়
           জন্মদিনের গান?
হাত ধুয়ে,মাস্ক লাগিয়ে মুখে
         হাঁপিয়ে ওঠে প্রাণ!

গানের দিদি আসেন না আর
          অনেকদিন যে হলো
 কারাটের সব বন্ধুরা যে
        হারিয়ে কোথায় গেল?

কাজের মাসি, দুধের কাকু
  নেই বাগানের মালী
সকাল দুপুর কাজের চাপে
             মায়ের চোখে কালি!           

বছরটা যে ফুরিয়ে এলো
বদ্ধ করে শ্বাস-
চলছে লড়াই, কার সাথে?
ওই অজানা ভাইরাস !!
*****************************************************

বৈদেহী সাধুখাঁ পরিচিতিঃ
ডি.পি.এস মেগাসিটি,শ্রেণী-ষষ্ঠ। শ্রী দীনেশ দণ্ডপতের কাছে আবৃত্তি শিক্ষা। বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতাতে অংশগ্রহণ ছাড়াও বৈদেহী বিখ্যাত আবৃত্তিকার শ্রী শোভন সুন্দর বসু মহাশয়ের সান্নিধ্যে টিভিতে অনুষ্ঠান করেছে। বৈদেহী আঁকা,গান,গিটারে আগ্রহী। ম্যাজিক দেখাতে,বই পড়তে ও ক্যারাটে ভালোবাসে।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!