সরিয়ে দাও অন্ধকারের পর্দা…
মধুপর্নী চট্টোপাধ্যায়
তারপরে একদিন
নীল নৌকায় যেতে যেতে কথা হবে –
আকাশে থাকবে ক্ষীণ কিছু তারা
হয়তো কৃষ্ণচূড়া দেখা যাবে
বালিয়াড়ি তীরে
থেকে যাবে ঠিকানাহীন কিছু পাথর
যার গায়ে লেখা থাকবে
কুঁচো কুঁচো লিপিবদ্ধ ঢেউ |
সেখানে গিয়ে বসবো
নীল শাড়ির ভাঁজে মাথা রেখে
কিছু সামুদ্রিক গল্প হবে
ঝিনুকের দুলের বালি
ঝেড়ে রেখে দেবো
নারকোল পাতার গায়
রাতের গন্ধ উন্মত্ত হোক
আগুনের অভ্যাসে |
তারপর কিছু বিরতি আসে
বইয়ের পাতা ওল্টায় উইপোকারা
সময় আসে চাঁদ ছিঁড়ে ছিঁড়ে
একাকিত্ব হবার |
রাতের বিস্মৃতি ঢেকে দিক শালপাতাকে
পায়ের আওয়াজে নেভে প্রদীপ
এই তীরে আমি কতরাত্রি নেই
পুরোনো অভিজ্ঞতা ভাবে
এ যেন গুহার আঁধারের কথা |
কাকে বলবো এই দুঃসময়ে
হলুদ কৃষ্ণচূড়া ভেসে গেছে স্রোতে
খন সময় সমুদ্রহীন সমুদ্রের মতো
চলে যাচ্ছে মৃত আলপথ
কোনো জলবিন্দুর খোঁজে ||
*********************************************************************
মধুপর্নি চট্টোপাধ্যায় পরিচিতি – বাংলা সাম্মানিক প্রথম বর্ষের ছাত্রী। কবি, আবৃত্তিকার ও বাচিক শিল্পী। বাংলা সাহিত্য এবং সুস্থ সংস্কৃতির অনুরাগী।