Shadow

স্বপ্নে বাঁচি – তাপস সরখেল

PC: Twitter

স্বপ্নে বাঁচি

তাপস সরখেল

স্বেচ্ছাবন্দি রাখলে মন তো মানে না
অথৈ স্বপ্নের ভিড়, হারিয়ে যাচ্ছি নীরব সন্ত্রাসে  ত্রস্ত্র পৃথিবী,মৃত্যু মিছিল
যারা গেল এভাবেই বা যাবে কেন
কেন যাবে খড়কুটোর মতো উড়ে
এই ক্ষত সারবে কিসে?
অন্তর্লীন শোক বয়ে যাচ্ছে আমার শরীর
দুচোখ প্রতীক্ষায় কবে কাটবে এই কালরাত্রি
স্বেচ্ছাবন্দি রাখলে মন তো মানে না
মনে হয় মেঘের প্রাচীর ভাঙি,উড়ে যায়
যেখানে আকাঙ্ক্ষা জেগে আছে
জেগে আছে,সকল হৃদয়
************************************************************

কবি পরিচিতিঃ
কবি তাপস সরখেলের জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাশিমবাজারে  ১৯৬৩ সালের ৩রা জানুয়ারী৷ বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ., বি. এড. তাপস বাবুর পেশা শিক্ষকতা,  নেশা সাংস্কৃতিক পরিমণ্ডলে থেকে কবিদের সঙ্গে বন্ধুত্ব৷ তাঁর সম্পাদিত পত্রিকা উপসেক যথেষ্ট জনপ্রিয়। তাপস বাবুর রচিত কাব্যগ্রন্থ – এপিটাফ দিনলিপি|

error: বিষয়বস্তু সুরক্ষিত !!