Shadow

ও ফাগুন, আমার মুক্তি – কঙ্কণা সেন

PC Google

 “ও ফাগুন”
   কঙ্কণা সেন

বাজল ছুটির ঘন্টা
উধাও হল মনটা
মন-পবনের দাঁড়টি বেয়ে
গুনগুন করি গানটা।।
মন ছুটে যায় ছোট্টবেলায়
পুব-দুয়ারি অঙ্গনে
থরে থরে সেজেছে ঘেঁটু
মিষ্টি বাসের আঘ্রাণে।।
ও ফাগুন ,এসেছো তুমি
অশোকে-শিমূলে-কিংশুকে
সকলের জীবন মাঝে
বহে হিল্লোল আনন্দে।।
লাল নীল হলুদ সবুজ
রঙ-বেরঙের আবিরে
শুধু দেহ নয়,মনটা রাঙাও
চলো আনন্দ-চিতে।।
****************************

    “আমার মুক্তি”
     কঙ্কণা সেন

আমার মুক্তি ছিল যে ওই
‘সহজ পাঠে’র পাতায়
আমার মুক্তি ঘাসের ডগায়
শিশির খুঁজে ফেরায়।।
ছোট্টবেলার পুতুলখেলার
মিছে মায়ার সংসারে
সব ফেলে মোর মন বুঝি
হারায় সেথা আড়ে আড়ে।।
আমার মুক্তি ছিল যে ওই
মায়ের গায়ের গন্ধে বাসে
স্নানের পরে এলোচুলে
ঠাকুর ঘরে ঐ মা বসে।।
আমার মুক্তি ছিল যে ওই
পুকুর ঘাটে সাঁতার কাটায়
হৈ হৈ হৈ কলরবে
পাড়ার যতো বিচ্ছুগুলায়।।
আমার মুক্তি ছিল যে ওই
মহালয়ার ভোরে
মায়ের গায়ে লেপ্টে থেকে
ঘুম ভাঙতো সুরে।।
আজও কেন বুঝি না যেন
সুরের ঘোরে তানে
দু’চোখ হত বানভাসি যে
মন যেত কোন্ উজানে।।
আমার মুক্তি রবি ঠাকুরে
পদাবলির গানে
মন ছুটে যায় পাখির গানে
নদীর কলতানে।।
আমার মুক্তি মানবের মাঝে
গাই জীবনের জয়গান
স্বর্গ রচেছি,নরকও এখানেই
আর নাই কোনো ঠাঁই ।।
আমার মুক্তি ঝরাপাতার
মর্মর গুঞ্জনে
আম্রমুকুল,কুহুতানে
ডালে ডালে কাঞ্চনে।।
***************************
শ্রীমতী কঙ্কনা সেন
কঙ্কনা সেন পরিচিতি: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা-শিক্ষকতা।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!