Shadow

কবিতা – অর্চনা মহান্তি

PC: Shutterstock

       কবিতা – অর্চনা মহান্তি 

       অন্তর সত্তার সম্পদের খোঁজে
         —————————————-

খুঁড়ছি-খুঁড়ছি,নিজেকে খুঁড়ে চলেছি প্রতিটি দন্ডে,প্রতিটি মুহূর্তে
কি আছে মনের গভীরতায়
কতটুকু পুঁজি অন্দরমহলের হৃৎ-ভান্ডে
আবিষ্কৃত হতে চাই নিজেই  নিজের কাছে
তাই চলছে অন্তর-সত্তার জিওলজিক্যাল খনন।
অসীম আগ্রহ,কি আছে খনির গভীরে?
শুধুই শূন্যতা,নাকি সোনা-হীরের দ্যুতি?
নিদেন কিছু গ্রানাইট?
সত্যি জানিনা,নিজেকে সঠিক ভাবে জানা
 হয়নি কখনো
আলতো ছুঁয়ে দেখেছি আস্তরণ,মনের গভীরতার স্তরকে সেভাবে স্পর্শ করিনি
আত্মচেতনাকে উপলব্ধি করতে গর্ত খুঁড়িনি হৃৎপিণ্ডে।
এখন খুঁড়ছি
গভীর থেকে গভীরতর গর্ত
কি আছে দেখিই না,কৌতূহলে এবং প্রয়োজনেও
অমূল্য কিছু উঠে এলে সার্থক তো এ জীবন
মানবিক আয়নায় নিজের প্রতিবিম্বের মুখোমুখি দাঁড়ানোর সাহস
নইলে চির-শূন্যতায় ঘন ডুব
তাই আজকের এই অধ্যবসায়
অক্লান্ত খনন নিজস্বতার সত্তাকে খুঁজে পেতে
আত্মোপলদ্ধির গাঁইতি-কোদালে।
    ———– * ————-

           সবাই পরিপূর্ণ বাঁচুক
              ——————————-

যখন এক এক করে ইচ্ছেগুলো সব শুকিয়ে ঝরে যায়
তখন একটু একটু করে সতেজ মনটাও মরে যায়
আর মনই তো শরীরের আত্মা।
তাই তখন শুধু জীবন্ত শব হয়ে বেঁচে থাকা
আবেগহীন, ভালোবাসাহীন,অনুভবহীন মর্মান্তিক সে জীবন
মৃত্যুর চেয়েও জটিল এক মৃত্যু
শুধু জৈবিক ক্ষুধা নিয়ে কালাতিপাত
সে বড় যন্ত্রণার, সে বড় বিষাদের অতি-রিক্ত জীবন।
তাই ইচ্ছেরা জেগে থাকুক অনুকূল সাহচর্যে
মাধবী-লতাবিতানে জল ঢালুক শকুন্তলা
তার কোমল হাতের পরিচর্যায় বেড়ে উঠুক হরিণ শিশুরা
বন-মল্লিকার মালা গাঁথুক অনসূয়া,প্রিয়ংবদা
কল্পনায় ভেসে উঠুক রাজা দুষ্মন্তের বিমুগ্ধ চাহনি।
এসো দুদন্ড বসি কোন তমাল গাছের ছায়ায়
যমুনার জলে জলকেলি দেখি রাই-কিশোরীর
শ্রীকৃষ্ণের বাঁশির মোহন সুর ধ্বনিত হোক কর্ণ কুহরে, মধু বর্ষণ
এসবই প্রয়োজন,কেননা আমি  আত্মার মৃত্যু চাইনা
সবাই পরিপূর্ণ বাঁচুক আজীবন।
******************************************

অর্চনা মহান্তি পরিচিতি: বাঁকুড়া জেলার হিড়বাঁধ গ্রামে জন্ম। বাবা শ্রী ফণীভূষণ মহান্তি,মা শ্রীমতী সরোজিনী মহান্তি। পারিবারিক ভাবে সাহিত্য পাঠের সুন্দর পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। কলেজ জীবনে লেখায় হাতেখড়ি।
তিন বছর আগে অসুস্থতার অবসাদ কাটাতে আবার কলম হাতে তুলে নেওয়া। ছন্দ,গদ্যকবিতা ও ছড়ায় সাবলীল ভাবে লেখা তিন বছরের ফসল এক হাজারেরও বেশি কবিতা,কয়েকটি গল্প ও রম্য রচনা। তারই কিছু বহু প্রশংসিত কবিতা দিয়ে বই ‘উত্তরণ’ প্রথম প্রয়াস।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!