Shadow

গালিচার ঢেউ – পদ্মনাভ 

ছবিঃ পদ্মনাভ

             

 

 

 

 

 

 

 


গালিচার ঢেউ

         পদ্মনাভ 

সৃষ্টি সুখের ধারায় বেঁচে থাকে কলম আর মনন;
স্রোতের বহমানতায় ধরা দেয় ভাটা জোয়ারের তরী।
নতজানু সিঁড়িতে রেখে যায় জল ছাপ!
সৃষ্টির অপেক্ষায় পাতা ঝরায় বিগলিত বসন্ত;
গন্তব্য আপন করে,
অন্ধকার সরে আলোর জন্য….।
গোপনে মাখা রঙ শূন্যতাকে আলিঙ্গন করে;
মোমের গলন স্পর্শ করে কাঠের চাদর !
এক টুকরো বিশ্লেষণ তোমার অপেক্ষায়……।
সে জেনে গেছে অন্ধকারের গল্প;
লম্ফের পলতের আবছা আলোয় সৃষ্টি হচ্ছে এক কড়া কলাপাতার স্বপ্ন !
তুমি ধরে থাকো হাল;
জবানবন্দির বর্ণমালা….
উড়ন্ত পাখির পালক স্পর্শ করুক কলমের মুখ।
রসায়নের পথে হাঁটবে এক টুকরো কাগজ ।
বিশ্লেষণ প্রবেশ করতেই কালো সাদার স্বপ্ন হবে সফল;
মনস্কামের ইচ্ছা বাতির জল।
মুক্ত দরজায় শব্দের অপেক্ষা;
মাথায় শব্দ আসুক,কৌশল পথে নামুক ;
জালের ওপারে গ্রথিত হোক-রোজ নামচা ছেড়ে এক স্নিগ্ধ অবয়ব!
*************************************

পাপাই অধিকারী (পদ্মনাভ) পরিচিতিঃ
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক:- উত্তরণ ও সংস্কৃতি (সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র)
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক:- শিক্ষা সংস্কৃতি পরিষদ
আহ্বায়ক:- কবিতা উৎসব
যুগ্ম সম্পাদিত বই :-“মানসপটে মীনা রায়”
পেশা-পাঠদান,লিপি লেখক (Script writer),সঞ্চালক,কারু ও চিত্র ও শ্রুতিনাটক শিল্পী,পাঠক।
আগ্রহ-কবিতা,গল্প,গান ও নাটক লিখন ।
সামাজিক কর্ম :- দুঃস্থ অসহায়দের সাধারণত সহায়তা প্রদান।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!