আবহমান
শ্রুতি দত্ত রায়
জানালার ওপাশের পাঁচিলে
জটিল মানচিত্রের রেখা ;
তারপর রাণীদের টিনের টোপর মাথায় বাড়িটার একটা টুকরো ,পরিত্যক্ত __
তারও পেছনে ঝাঁকড়া আমগাছের মগডালটুকু ;
বসন্তে মুকুল, গ্রীষ্মে দুটি পাঁচটি আম
বাকি সময় কেবল সবুজ পাতার ঢেউ ;
তারও পিছে চৌকো এক খন্ড আকাশ,
প্রতিমুহূর্তের মেঘ ও রঙের খেলা ।
জানালার এপাশে বিছানায় রঙচটা চাদর,
দেয়ালে ঝুলন্ত ঈশ্বর,
আটপৌরে টেবিল জুড়ে
ছোট বড় ছড়ান নানান বড়ি আর
বোতলের তরলে প্রলম্বিত,অবিন্যস্ত জীবন।
মাঝের জাফরিকে সাক্ষী রেখে
দিব্যি থাকে জানালার এপাশ–ওপাশ।
ক্যালেন্ডারে আঁকা হতে থাকে
একটির পর একটি জলছবি ।
**************************
শ্রুতি দত্ত রায় পরিচিতি:সুন্দরী ডুয়ার্সের মফস্বল শহর জলপাইগুড়িতে জন্ম এবং বেড়ে ওঠা। পেশায় সরকারি বিদ্যালয়ের ভাষা সাহিত্যের শিক্ষিকা। ভালবাসেন গান শুনতে,বই পড়তে,ডুয়ার্সের প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। আর গান গাইবার মধ্যে খুঁজে পান মুক্তির স্বাদ।