
ইচ্ছে মোড়ক
রাজর্ষি দত্ত
আমার চাওয়াগুলো সব মোড়কে বাঁধা!
কোনটি রাংতা, সেলোফেন পেপার, কখনও মলাট
বা খবরের কাগজে মোড়া।
আমি নিজেও জানিনা কোন মোড়কের ভেতর,
আমার কোন ইচ্ছে-টি লুকিয়ে আছে।
তবে তারা রোজ আমার সাথে ঘুরে বেড়ায়;
হাতে বা পকেটে,
রাস্তাঘাটে–কাজে, অকাজে।
মোড়ক গুলো কেউ চেয়েও নেয়।
ভুল ভাঙে–যখন খুলে দেখে –
কি চেয়ে, কি পেয়েছে!
বাকিগুলো রাস্তায় খসে পড়ে ওমনি;
বাড়ি ফিরে তাই ইচ্ছেগুলোকে আর খুঁজে পাইনা!
যদিও বা পড়ে থাকে –
নিছক রাংতা বা সেলোফেনের টুকরো।
*************************
রাজর্ষি দত্ত পরিচিতি:
শিলিগুড়িতে জন্ম ও উত্তরবঙ্গের আবহাওয়ায় বেড়ে ওঠা। কর্মসূত্রে দীর্ঘদিন চা-শিল্পের সাথে যুক্ত। পরিবেশ ও মানুষের প্রতি টান তার লেখার প্রেরণা। ভালবাসেন বই পড়তে,গান শুনতে,খেলাধূলা আর প্রকৃতির সান্নিধ্য।
সুন্দর লেখা।🌼