
একটি সনেট
দীপন মিত্র
একটি জীবন গেল, কেটে গেল তোমাকে ছাড়াই
অথচ গিয়েছে ভেসে দু-পাড়ে জলের কোলাহল
বালক বয়স গেছে গোধূলির বেদনায় তাই
বুঝিনি তো উঠেছিল চাঁদ! সন্ধ্যার দুচোখে জল
চলে গেছি বহু দূর, বারে বারে মুছেছি অতীত
পলাতক জীবনের গ্লানি ঢাকি – উঠেছি চড়াই
কবিতা আসে না কাছে, সুরহারা বাজে না সঙ্গীত
আমিও নিজের থেকে দূরে থেকে দুহাত বাড়াই
গোলাপি পূর্ণিমা ভরা রাত ছাড়া চলে গেছে দিন
তবুও আকাশে থাকে ম্লান, সাদা, তাও অতি ক্ষীণ
কৃতজ্ঞ তোমার কাছে, সন্ধ্যা তারা, ফুটেছিল কবে
আহত করেছি আমি দৈব বিভা, মেনেছ নীরবে
এতখানি পথ হেঁটে, সহসা তোমাকে দেখে ভাবি
ভোর এসে রাতে মেশে – তাই সই, রাখোনি অভাবী |
**************************