
খোঁজ
তীর্থংকর সান্যাল
কেউ কি এনে দিতে পারে তাকে
যাকে হারিয়ে ফেলেছি রাণিঘাটের চাতালে,
গোবিন্দপুরের অন্ধ গলিতে, জয়রামবাটির রাস্তায়।
আজও তার উত্তপ্ত স্পর্শ ধরা দেয়
আমার চোখের রেটিনায়,
শিথিল বাহুবন্ধনের সুনীল সৌরভে,
আমার অনামিকার সোনালী রেখায়।
তবুও তাকে খুঁজে বেড়াই
অমরনাথের উত্তুঙ্গ পিসুটপে, গঙ্গাসাগর মেলায়,
অজানা ফরাসী উপনিবেশের সবুজ পথে,
কোনো বর্ণালী সভার সভাগৃহে বা
আরব সাগরের লবণাক্ত বেলাভূমিতে…..
ইন্টারনেট বা ফেসবুকের যুগেও সে নিখোঁজ
পড়ন্ত বেলার শেষ আলোটুকু তাকে কতটা
রক্তিম করে আজ আর মনে নেই ।
অ্যালঝাইমেরের দাপটে ক্ষীণ স্মৃতি
শুধুই স্বপ্ন দেখায় এক চিরন্তন শেষের কবিতা
যার পরনে ঢাকাই শাড়ী আর সিঁথিতে …..
*****************************
তীর্থংকর সান্যাল : ছাত্র – রামকৃষ্ণ মিশন।
শিক্ষাগত যোগ্যতা: এম.কম, এম এ (সাইকোলজি), এ সি এম এ (কস্ট অ্যাকাউন্ট্যান্ট) ও এ সি এস (কোম্পানি সেক্রেটারি)
রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দ দ্বারা দীক্ষিত। মা ও বাবা স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষক-শিক্ষিকা।
পেশা : বহুজাতিক কোম্পানির সিইও ও মেন্টর ছিলেন। বর্তমানে হিউম্যান সিগমা ম্যানেজমেন্ট কনসালট্যান্সি সংস্থার সিইও।
লেখালেখি,গান ও সমাজসেবায় নিজেকে ব্যাস্ত রেখেছেন।