
পাখির মান
অর্চনা মহান্তি
বদ্ধ ঘরের জানলা খুলে
তাকিয়ে থাকে একটি পাখি
আকাশ যেন বড্ড দূরে
নাগাল তার পাবেই না কি?
বুকের ভিতর গুমরে ওঠে
অভিমানের কষ্ট গুলো
এই জীবনে ঝরবে না আর
বন্ধ থাকা ডানার ধুলো।
চোখের কোনে জলের ধারা
ঝড়ের ভাঙন বুকের মাঝে
ইচ্ছে ছিল চাঁদকে ছোঁয়ার
স্বপ্ন এমন তার কি সাজে?
তাই তো পাখি ঠোঁট ফুলিয়ে
মিষ্টি সুরে গাইছে না গান
কেইবা দেখে ?কেইবা বোঝে?
কেইবা ভাঙায় তার অভিমান?
***********************
অর্চনা মহান্তি পরিচিতি: বাঁকুড়া জেলার হিড়বাঁধ গ্রামে জন্ম। বাবা শ্রী ফণীভূষণ মহান্তি,মা শ্রীমতী সরোজিনী মহান্তি। পারিবারিক ভাবে সাহিত্য পাঠের সুন্দর পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। কলেজ জীবনে লেখায় হাতেখড়ি।
তিন বছর আগে অসুস্থতার অবসাদ কাটাতে আবার কলম হাতে তুলে নেওয়া। ছন্দ,গদ্যকবিতা ও ছড়ায় সাবলীল ভাবে লেখা তিন বছরের ফসল এক হাজারেরও বেশি কবিতা,কয়েকটি গল্প ও রম্য রচনা। তারই কিছু বহু প্রশংসিত কবিতা দিয়ে বই ‘উত্তরণ’ প্রথম প্রয়াস।