
ব্যুমেরাং
সুজয় কুমার দাশ
সুরভিত সায়াহ্নে মাকড়সার কন্ঠে বিদায়ের সুর ।
স্বহস্তে পাতা ফাঁদের শিকার,
শিকারী নিজেই ।
ফাঁদের সুতোয় জমে থাকা লোভ
স্পর্শ করেনি মক্ষীকে ।
আশ্চর্য নির্মলতার ঘেরাটোপে
মুক্তি ঘটেছে তার ।
আর সেই সাথে উবে গেছে লোভ ।
পড়ে থাকা শূণ্যস্থানে
নিঃসঙ্গ ভালবাসায় কাঁদে শিকারী —
“মক্ষী তোমাকে বিদায় ।”
*****************************
