মহাকাল
কঙ্কণা সেন
প্রতিদিন ভেসে চলি
শিশু থেকে কৈশোরে
যৌবন থেকে প্রৌঢ়ত্বে
বয়োজ্যেষ্ঠ থেকে বৃদ্ধত্বে
ভেসেই চলি____
মাঝে বয়ে চলে মহাকাল
নীরবে,নিঃশব্দে,অব্যক্তে।
খড়কুটো কিছু আঁকড়াই বটে
তবে কাল–স্রোতে ভেসে যায়
সব নিবিড় মুহূর্ত,কথা দেওয়া নেওয়া
কত প্রতিশ্রুতি,দৃঢ় অঙ্গীকার
জেগে থাকে মহাকাল।
তুমি বড়ো নৈর্ব্যক্তিক
তোমার অঙ্গুলি হেলনে
আমরা পুতুল বৈ তো
নই আর কিছু
তবু হাজার বছর ধরে হেঁটেই চলেছি
এই পৃথিবীর পথে।
************************
কঙ্কনা সেন:
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম, এ।
ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা।
বিশ্বাস মানবতায়।
পেশা – শিক্ষকতা।