
সময়
অতনু বর্মন
সময় তোকে খাতির করি খুব
কখনও দিস অন্ধকারে ডুব
কখনও তুই দৌড়ে যাস
ফুরিয়ে যাস দ্রুত
কখনও তুই লেট লতিফ
খুঁজে বেড়াস ছুতো
সময় তুই জলদি ফিরে আয়
ভাসিয়ে ফের আবার যাস ভেসে
সময় তোর চতুর্দিকে ভয়
সময় তুই সকাল হয়ে থাক
সময় তুই আয় রে ভালবেসে।
*************************
অতনু বর্মন পরিচিতি: জন্ম ১৯৬৪ বীরভূমের রামপুরহাটে। কবিতা, ছড়া, উপন্যাস, নাটক, রম্যরচনা লিখে থাকেন। অভিনেতা হিসেবে সিনেমা,দূরদর্শন,ওয়েব সিরিজ ও থিয়েটারের পরিচিত মুখ। কৌতুক শিল্পী হিসেবেও পরিচিত অতনু বর্মন বীরভূমের আঞ্চলিক উপভাষায় কবিতা রচনা ও আবৃত্তি নিয়ে দীর্ঘদিন কাজ করে চলেছেন।