
স্নায়ুযুদ্ধ
দীপান্বিতা দত্ত
আলোর পৃথিবী ডুবে যাচ্ছে অন্ধকারে
জোৎস্না রাতে নিজেকে বড় একা লাগে
সময়ের দিকে চেয়ে শব্দ শুনি
শব্দ শুনি , ভয়াবহ পতনের
জানালা কপাট ভাঙনের শব্দে
নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়
এক চিলতে সুখ খুঁজি আপন মনে
ঘন বর্ষা নেমে আসে চোখের কোণে ।
কথার মাঝে কথা থাকে অন্তরালে
স্বপ্নগুলো থমকে থাকে অনাদরে
বাঁধনগুলো আলগা হয় একটা ঝড়ে ।
দুর্বল হলে জীবন থেমে যায়
ধর যদি , হঠাৎ মনের বদল হয়
মুখ বুঝে আর নয় অশ্রুক্ষয় ।
স্বার্থের দুনিয়ায় শিখে নেবো
অধিকার ছিনিয়ে নেওয়ার কৌশল
বাঁচার জন্য ঝেড়ে ফেলে সব ভয়
মন খুলে করি কুশল বিনিময় ।
*****************************
দীপান্বিতা দত্ত-জন্ম আসামে,বিবাহসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন ৷ সংসারের সব রকম গুরু দায়িত্ব সামলেও কবিতার মধ্যেই তিনি নিজের মনের মুক্তি খুঁজে পান ৷ আর এই ভালোবাসা ছোট বেলা থেকেই ৷ গানেও তাঁর অসীম আগ্রহ এবং এখনও নিয়মিত চর্চা করেন ৷