Shadow

ঋতুর অভিযোজন – প্রতিভা পালসেন  

PC: The Indian Express

ঋতুর অভিযোজন

প্রতিভা পালসেন  

বসন্ত শেষে বর্ষবরণ,
পরবর্তী ঋণের এক পরিবর্তিত সাল!
নতুন ঋতু তবু একই নাম,
একই আবহাওয়ায় সময় বহমান !
চৈতী হাওয়া কখন যেন
গ্রীষ্মের স্পর্শে ক্রমশ জমাট,
অচেনা কোনও কালবৈশাখীর রূপ!
বর্ষা-মেঘের জলনূপুর কখনও বা
খর দুপুরের রোদে হঠাৎ প্লাবন!
শরতের আর্দ্র-শিশির, ভোরের শিউলি-বাসর-
শীতের কুয়াশা-চাদরে কী সুন্দর, কী অম্লান!
বসন্ত শেষে প্রতিবার
নববর্ষের শপথ, রঙ চেনায়!
থমকে থাকা স্রোত ইচ্ছেনদী হয়,
পলির বাধা সরিয়ে বেগে, বৈঠা বেয়ে
জীবন গায় ভাটিয়ালি গান,
অভিযোজনের নতুন আশ্লেষে….
**************************

প্রতিভা পাল সেন পরিচিতিঃ
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি নিবাসী। কম্পিউটার-বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে ছোট থেকে লেখালিখির সঙ্গে যুক্ত। মূলতঃ কবিতা, গদ্য ও ছোটগল্পে লেখার প্রয়াস সীমাবদ্ধ। এছাড়া সংগীত চর্চা, ছবি আঁকা, রান্না, বিভিন্ন হাতের কাজ ও ভ্রমণ -ভালোলাগা অবসর। লেখা কবিতা প্রকাশিত হয়েছে প্রবাহ তিস্তা তোর্ষার শারদীয়া সংকলন,  লাবণ্য, আকর, আজকাল, মুজনাই, মুক্তধারা, কথা-লহরী প্রভৃতি পত্রিকার সাহিত্য সংখ্যাতে।।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!