নারীত্ব
কলমে – কবরী ঘোষ
নারী তুমি কার?
পিতার ? পুত্রের ? না প্রেমিকের ? না গৃহস্বামীর ?
তুমি কখনো হারাও ? কার বুকে মাথা রাখার অভিলাষ তোমার ?
স্নেহ চাও ? ভালোবাসা চাও ? না অভিভাবকত্ব চাও ?
জীবনটা তোমার টোটাল কনফিউস্ড!
তুমি কি সত্যি জলের আকার –
নেই তোমার নিজস্ব আধার – তুমি কি জলজ?
জলজ প্রাণি? না কি তুমি কেবলই অভিমানী?
************************
কবরী ঘোষ পরিচিতি-
হুগলি চন্দননগরের বাসিন্দা। কবিতা আবৃত্তি করেন আর কবিতা লেখেন। এছাড়া ফাইন আর্টস এ জলরং, তেলরং, এক্রেলিক মিক্স মিডিয়া অ্যাপস ট্র্যাক এর উপর ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসেন। মাঝে মাঝে আর্ট এক্সিবিশন করেন। কবিতা ও ছবি আঁকা দুটোই ওনার খুব ভালোবাসার বিষয়বস্তু।