পাখিটা ডাকছে
শ্রাবণী বসু
আলোর বাঁশি বাজতেই ফুল পাতা
পাখির ঘুম ভাঙছে।
আঁধার জয়ের শব্দ আমি খুঁজে পাইনি –
অথচ একটা দোয়েল
কেমন করে যেন সে সব শিখে নিয়েছে।
পাখিটা ডাকছে –
সূর্যোদয়ের শান্ত নীরবতায়
আলোছায়ার নিস্তব্ধ নির্জনতায়
কৃষ্ণের বাঁশিটির মতো সম্মোহনে
পাখিটা ডাকছে।
অদৃশ্য রজ্জুবাঁধা ঘরে আমরা
অনবরত গান খুঁজছি ।
যেহেতু – গানই মুক্তির পথ।
পাখিটা ডাকছে-
গাছগুলি,পাতাগুলি, ফুলগুলি বাজনা বাজাচ্ছে।
আসমুদ্র হিমাচল ঘুম ভাঙিয়ে
মোহন বাঁশিটির মতো উদাস সুরে
খিটা ডাকছে।
***********************
শ্রাবণী বসু পরিচিতি:
পেশা শিক্ষকতা। কবিতা যাপনে যে সুখ পান,তেমনটি আর কোথাও পাননা। আর সেই কারণে কবিতা পাঠ করার সাথে সাথে লেখালিখি চলতে থাকে।
প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ: দ্বিপ্রহর-১ (প্রিয়মুখ প্রকাশনী বাংলাদেশ), ফেলে আসা শহর (বিভা পাবলিকেশন,কলকাতা),দুই বাংলার লতিফা কলস (২০১৭),(২০১৮),(২০১৯) সম্পাদক ডঃ অনুপ দত্ত। পাল তুলে দিই কবিতায় গালিব ছুঁয়ে বলছি (২০২১) সম্পাদক:শুভঙ্কর দাশ,শুভ্রাশ্রী মাইতি। একক কাব্যগ্রন্থ:কাগজের প্রতিবাদ (ইন্টারন্যাশনাল পাবলিশিং সেন্টার,কলকাতা)।সহ সম্পাদিকা:স্মাটি ত্রৈমাসিক পত্রিকা,হলদিয়া।