প্রকৃতি
শিবপ্রসাদ ভৌমিক
আকাশ দিল খুশির আলো ,
ফুলের মধুর হাসি ,
বলল পাখি বন্ধু আমি
তোমায় ভালোবাসি ।
সাগর দিল নীলের আভা
জলের উপর এঁকে ,
পাহাড় বলল ঝরনা ধারা
একটু যেও দেখে ।
সূয্যি দিল সোনালী রোদ
ছড়িয়ে পথের বাঁকে ,
পথের যত গাছপালার
স্নেহের ছায়ায় রাখে ।
গরম যখন ঘামিয়ে দিল
বলল ডেকে হাওয়া
মন্দ ভালো দুই দিকেতেই
আমার আসা যাওয়া ।
বৃক্ষ বলল এই প্রকৃতি
আদর যতন পেলে ,
থাকবে সবাই সুস্থ সবল
বাঁচবে হেসে খেলে ।
——————————–
শিবপ্রসাদ ভৌমিক
নতুন পাড়া
পোঃ অ্যাঙগাস, হুগলি