Shadow

বৈশাখী দোর – পাপাই অধিকারী (পদ্মনাভ)

ঋণস্বীকার- শিল্পী শুভ বণিক

বৈশাখী দোর

পাপাই অধিকারী (পদ্মনাভ)

স্বপ্ন চোখে খোকন ঘুমায়-
নিঝুম রাতের ঘরে;
সত্যি কি আজ বলতে পারিস-
আমায় মনে পড়ে!
নাহয় থাকুক ইচ্ছা তরী-
দিঘির কোলে ধারা;
আজ দুপুরে মাছের ঘুমে-
দুষ্টু মাতোয়ারা।
চাঁপার সুবাস মন ছুঁয়ে যায়-
মাছরাঙা সেই ডালে;
আজও নতুন দিনের আলো-
মাটির কুটির চালে।
আলপথেরা হাতছানি দেয়-
কৃষক ভাইয়ের ছোটা;
বর্ষ শেষে পাতার উপর-
রং তুলিতে ফোটা।
মন পবনের দাঁড়গুলিতে-
ছুটবে নতুন তরী;
কৃষ্ণচূড়ার গা ছুঁয়ে যায়-
চাঁদের দেশের বুড়ি।
পলাশ মাতে আপন ধারায়-
মেঠো পথের বাঁকে;
উঠোন জুড়ে জবার শোভা-
দেয়াল ঘেঁষে থাকে।
ব্যস্ত সকাল কিচিরমিচির-
দেয় করবী দেখা;
খরা জমির উপর প্রলেপ-
নতুন বাঁচতে শেখা।
কচিকাঁচার দল ছুটে যায়-
আম বাগিচার মাঠে;
জীবন ছোটে ভোর না হতে-
বিকিকিনির হাটে।
আধো ঘুমে চোখ বুজে যায়-
মাথায় মায়ের হাত;
ভালোবাসার নজরুলেতে-
অমর রবীন্দ্রনাথ।
********************

পাপাই অধিকারী (পদ্মনাভ) পরিচিতিঃ
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক:- উত্তরণ ও সংস্কৃতি (সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র)
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক:- শিক্ষা সংস্কৃতি পরিষদ
আহ্বায়ক:- কবিতা উৎসব
যুগ্ম সম্পাদিত বই :- “মানসপটে মীনা রায়”
পেশা- পাঠদান, লিপি লেখক (Script writer), সঞ্চালক, কারু ও চিত্র ও শ্রুতিনাটক শিল্পী,পাঠক।
আগ্রহ – কবিতা ,গল্প ,গান ও নাটক লিখন ।
সামাজিক কর্ম :- দুঃস্থ অসহায়দের সাধারণত সহায়তা প্রদান।

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!