Shadow

আঁধার গাছ – মধুমিতা ভট্টাচার্য

ফটোঃ গৌতম ভট্টাচার্য

আঁধার গাছ

মধুমিতা ভট্টাচার্য

আমাদের আঁধার-গাছে রক্তফুল ফোটে
জোনাকি বিছন দেয় হিমকুঁড়ি পাতায় পাতায়
ডালপালা ছুঁয়ে থাকে পালকের চাবি
পিউকাঁহা ভালবাসার মেঠো গান গায় 

আমাদের কুয়াশা বাগানে অবাক ভৈরবী
শিকড়ে ব্যথাবিধুর কোমল জলগান
জলের ভেতর ঘুমে থাকে স্নেহমন
আশ্চর্য মোহময় তাদের রূপটান

আমাদের আঁধার-গাছে আলোর সংযম
জলতরঙ্গের মত জ্যোৎস্না উপচায়
হাওয়ার বাসরঘরে আনন্দ বিন্যাস
মায়াজন্ম খসে পড়ে শুকনো পাতায় ।
******************************************************

মধুমিতা ভট্টাচার্য পরিচিতিঃ
জন্ম আসানসোলে,সেখানেই স্কুলবেলা শেষ হলে শান্তিনিকেতনে বাকি পড়াশুনো। লেখালিখির ভালোবাসা হাত ধরে লিখিয়ে নেয় কবিতা,ছোটগল্প বা প্রবন্ধ। একটি স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বে থাকায় ছোটদের সঙ্গে নিরন্তর যোগাযোগ তাই খুব ভালোলাগা ছোটদের জন্যে ছড়া বা গল্প লেখা। গান শোনা ও দু-চার কলি কন্ঠে সাজাতে ভালো লাগে,ভালো লাগে কিছু আঁকিবুকির সময় কাটাতে। ঈশ্বরের কাছে প্রার্থনা,যেন এমনিই শব্দশস্যে আর রং ও সুরের সম্ভারে জীবনক্ষুধার নিবৃত্তি হতে পারে শেষ দিনটিতেও। 

 

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!