Shadow

আজ যখন অতীতের কথা ভাবছি – শ্রাবণী বসু

PC: BanglaFeeds.info

আজ যখন অতীতের কথা ভাবছি 

শ্রাবণী বসু

নিকষ কালো অন্ধকারের ডানায়
উড়ে যাচ্ছে আজ,কাল,পরশু।
অথচ মানুষ বাঁচতে চেয়েছিল
ভালোবাসতে চেয়েছিল।
লোভ,হিংসার-অক্লান্ত অধঃপতনের
শাস্তি পাচ্ছি আজকাল,
খোলসের সিঁড়ি দিয়ে-
ক্রমশ নামছি অন্ধকার গর্ভগৃহে।
অথচ চড়ুইয়ের ভাঙা বাসা দেখে
পাথর হৃদয় কেঁদে উঠেছিল,
প্রকৃতির রক্তচক্ষুর কাছে
মাথা নত করে বসেছিল।
চোখের মণিতে ধ্বংসের নিশান
যেদিন থেকে উপনিবেশ গড়লো
বাতাসে তাঁবু ফেললো সল্টপিটার
গোলাপ ফোটা বন্ধ করে দিল।
অথচ পাতার ছাউনিতে মানুষ
শান্তির শয়নকক্ষ পেতেছিল।
নীবার ধানের গন্ধে নেমে এসেছিলো
ক্ষুধা নিবৃত্তির ঈশ্বর।
***********************************
পরিচিতি: শ্রাবণী বসু
পেশা শিক্ষকতা। কবিতা যাপনে যে সুখ পান,তেমনটি আর কোথাও পাননা। আর সেই কারণে কবিতা পাঠ করার সাথে সাথে লেখালিখি চলতে থাকে।
প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ: দ্বিপ্রহর-১ (প্রিয়মুখ প্রকাশনী বাংলাদেশ)
ফেলে আসা শহর (বিভা পাবলিকেশন,কলকাতা)
দুই বাংলার লতিফা কলস (২০১৭),(২০১৮),(২০১৯) সম্পাদক ডঃ অনুপ দত্ত
পাল তুলে দিই কবিতায়
গালিব ছুঁয়ে বলছি (২০২১)
সম্পাদক:শুভঙ্কর দাশ,শুভ্রাশ্রী মাইতি
একক কাব্যগ্রন্থ:কাগজের প্রতিবাদ (ইন্টারন্যাশনাল পাবলিশিং সেন্টার,কলকাতা)
বিভিন্ন পত্রিকা ও ই-পত্রিকা
সহ সম্পাদিকা:স্মাটি ত্রৈমাসিক পত্রিকা,হলদিয়া

error: বিষয়বস্তু সুরক্ষিত !!