Shadow

চরৈবেতি – কঙ্কণা সেন

PC Medium

চরৈবেতি

কঙ্কণা সেন

জীবন চলে গড়গড়িয়ে
কখনো ডানে কখনো বাঁয়ে
কখনো রোদে কখনো ছায়ে
কখনো নদীর কলতানে
কখনো দ্রুত ছন্দেলয়ে
আবার হঠাৎ বিলম্বিতে।

জীবন চলে হনহনিয়ে
বৃষ্টিফোঁটায় জীবন বাঁচে
জলেঝড়ে মানুষ কাঁদে
জীবননদী কভু না থামে
মেঘমল্লার মন্দ্রস্বরে বেজেই চলে।

ভোরের আজান,মন্ত্রপাঠে
উজ্জীবিত হওয়ার সাথে
এগিয়ে চলি ভৈরবীতে
ভীমপলশ্রী ডাকছে কাছে
ইমন বুঝি অপেক্ষাতে

পূরবীর করুণসুরে
গোধূলি বুঝি বিরহ মলিন
জীবনবীণা ওই যে বাজে—–

সূর্য দ্যাখো অস্তগামী
চলার পথে একলা আমি
কে বলে তুই সঙ্গীহীন!
জানিস না রবি অস্তহীন“?

রবির আলো মাখব গায়ে
মনের কালো করব দূর
আর ভয় নাই——-মাভৈঃ মাভৈঃ
ডাক পেয়েছি মনের মাঝে
একলা চলার ডাক যে ভাই।।
************************************
শ্রীমতী কঙ্কনা সেনকঙ্কনা সেন পরিচিতি
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা-শিক্ষকতা।

2 Comments

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!