চরৈবেতি
কঙ্কণা সেন
জীবন চলে গড়গড়িয়ে
কখনো ডানে কখনো বাঁয়ে
কখনো রোদে কখনো ছায়ে
কখনো নদীর কলতানে
কখনো দ্রুত ছন্দেলয়ে
আবার হঠাৎ বিলম্বিতে।
জীবন চলে হনহনিয়ে
বৃষ্টিফোঁটায় জীবন বাঁচে
জলে–ঝড়ে মানুষ কাঁদে
জীবন–নদী কভু না থামে
মেঘমল্লার মন্দ্রস্বরে বেজেই চলে।
ভোরের আজান,মন্ত্রপাঠে
উজ্জীবিত হওয়ার সাথে
এগিয়ে চলি ভৈরবীতে
ভীমপলশ্রী ডাকছে কাছে
ইমন বুঝি অপেক্ষাতে—
পূরবীর করুণসুরে
গোধূলি বুঝি বিরহ মলিন
জীবন–বীণা ওই যে বাজে—–
সূর্য দ্যাখো অস্তগামী
চলার পথে একলা আমি
“কে বলে তুই সঙ্গীহীন!
জানিস না রবি অস্তহীন“?
রবির আলো মাখব গায়ে
মনের কালো করব দূর
আর ভয় নাই——-মাভৈঃ মাভৈঃ
ডাক পেয়েছি মনের মাঝে
একলা চলার ডাক যে ভাই।।
************************************
কঙ্কনা সেন পরিচিতি
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা-শিক্ষকতা।
বাঃ খুব সুন্দর
Darun!!!!! 👏👏👏👏👏