Shadow

ধ্রুবসত্য – ডা. সুচন্দ্রা মিত্র চৌধুরী

PC Behance

ধ্রুবসত্য

ডা. সুচন্দ্রা মিত্র চৌধুরী

এই পরিবর্তনশীল দুনিয়ায় সবকিছুই পরিবর্তনশীল।
সবকিছুই পাল্টায় সময়ের হাত ধরে,নিয়ম করে,
তাইতো দিন থেকে কাল,কাল থেকে যুগ,যুগ সাক্ষী হয় ইতিহাসের ।।
এই পরিবর্তনশীল দুনিয়ায় মানুষ ও পাল্টায়
সময়ের সাথে পা মেলাতে মেলাতে,নিজের খোল-নলচে বদলে ফেলে কখন,
তা সে নিজেও জানে না বা জানতে চায় না।
সময়ের সাথে চলতে চলতে কেউ বা যায় এগিয়ে
কেউ রয়ে যায় পিছনে,আবার কেউ মুখ থুবড়ে পড়ে।
টেনে তোলার হাত তখন পাবে,যখন তাদের দলভুক্ত হবে।।
মূল‍্যবোধ ও পরিবর্তিত হয়,সময় থাকে তার সাক্ষী।।
আজ যা সত্যি কাল তা মিথ্যা আর কাল যা ছিল মিথ্যা আজ তা সত্যি। সত্যি-মিথ্যার চলে লুকোচুরি
এখন যা ভালো পরে তা খারাপ,আর এতদিন যা খারাপ ছিল আজ তা ভালো।
এ জগতে ধ্রুবসত্য কিছুই নেই,সবকিছু আপেক্ষিক।।
এই পরিবর্তনশীল দুনিয়ায় সবাই পাল্টায়,সবকিছুই পাল্টায়,পাল্টায় না শুধু বোকারা।
তাই বোকারা একা আর কিছুটা বিভ্রান্ত।।
বুদ্ধিমানেরা সময়মতো নিজেদের বদলে ফেলে,
ঠিক শয়তানের মা।
এই আপেক্ষিক দুনিয়ায় কেবল দুটি বিষয় ধ্রুবসত্য
এক জন্ম আর এক মৃত্যু।।
**************************************************

ডা.সুচন্দ্রা মিত্র চৌধুরী পূর্ব বঙ্গের বরিশাল জেলার মিত্র বংশের উত্তর সূরী, অধুনা হুগলী জেলার বাঁশবাড়িয়া শহরে। ১৯৬৬ সালে জন্ম এবং বতর্মানে বিবাহ সূত্রে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ‍্যমগ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সংগীত চর্চা এবং সাহিত্য চর্চায় আগ্রহী ছিলেন। কবিতা বেশি লিখলেও প্রথম প্রকাশিত হয় “পরমা” ছবির একটি রিভিউ, যেটি “চিত্রধ্বনি” নামক একটি আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮৩ সালে। বর্তমানে চিকিৎসা পেশায় নিযুক্ত এবং বিভিন্ন চিকিৎসার গবেষণা মূলক কাজের সঙ্গে যুক্ত আছেন।।

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!