“বিজনেস”
কলমে:- অঙ্কন দন্ড
শিক্ষা শিক্ষা শিক্ষা!
এর ব্যবসা ভালো।
শিক্ষক তো বিজনেসম্যান,
জ্ঞান এল ই ডি জ্বালো।
টাকা কড়ি,পড়াশুনা
কে বলো তো আগে?
না ঝরালে অর্থ থোড়াই
জ্ঞানের আলো জাগে?
ম্যানেজাররা কোম্পানিতে
আনেন নতুন প্ল্যান,
শিক্ষা বেচে লাখপতি হয়
কত বিজনেস ম্যান।
সেফ গেম তারা ভালোই খেলে,
স্টুডেন্ট তুই বোকা!
বন্দুক তো তোদের ঘাড়েই
বুঝলে কিছু খোকা?
অযাচিত মেসেজ কেন?
কেন কনসেন্ট লেটার?
বাঁচিয়ে চল বাপ নিজের পিঠ
ইট ইজ ফার বেটার।
স্টুডেন্ট সবাই বুঝবে যবে
ব্যবসায়ীদের কান্ড,
শিক্ষা থাকবে,কেবল হবে
ব্যবসা লণ্ডভণ্ড।
***********************************
অঙ্কন দণ্ড পরিচিতিঃ
জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। মাতার নাম বনশ্রী দণ্ড,পিতার নাম স্নেহাশিস দণ্ড। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা “ছোটদের পাতা” শীর্ষক-এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা “ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।