Shadow

বিরহ বসন্ত – সুমনা ভট্টাচার্য

PC: Pinterest

বিরহ বসন্ত

সুমনা ভট্টাচার্য

বিরহ ও মিলনের মাঝে থাকে অপেক্ষা..
নিবিড় সময়ের স্পর্শে,দূরত্বের অন্ধকারময় হৃদয়ের আলিঙ্গনে স্মৃতির সাঁকো এ মুহূর্তে বড় ধুলোময়,,
আবীরের লাল রঙের স্রোতে ভেসে চলে ব্যর্থতার উপাচার।
জীবন মৃত্যুর ছায়াপথ বেয়ে চৈত্র কিরণ তাই ফিকে করে দেয় ভালবাসার সাধনাকে।
হলদে রোদ বিচ্ছুরিত আলো- আকাশ ভেদ করে
মনের দুয়ারে দেয় রঙিন আলপনা…
তবু অমেয় দিন আর রাত ঢেউয়ের প্রতিকূলতায়,
ক্রমাগত অবদমিত হয়ে আসে প্রেম…নববসন্তের পুষ্পরাজিও বেদনায় আকুল হয় মৃদু আর্তনাদে ॥
অহিংসতার উদ্দাম বৈভব-তখনই রক্ত শাণিত আলেয়া শিখায় আকৃতি নেয় প্রণয় জোনাকির।
ঈর্ষার লাল রঙের আড়ালে হারিয়ে যায় হৃদয়ের উষ্ণতা ॥
মৃত্তিকার গর্ভ ভেদ করে অস্তক্ত সূর্যও
ঘুমিয়ে পড়েছে তখন…
ফুরিয়ে আসে পৃথিবীতে ভালবাসা নামের বিচ্ছুরিত দিগন্ত ধীরে ধীরে।
ফাল্গুনের শিমুল পলাশে,নদীর জলে,বিকেলবেলার পড়ন্ত একফালি আলোর সিঁড়িতে  নিস্তব্ধ নয়নজলের ছায়া,,
বিক্ষত বুকে শুধু বাজে নিঃসঙ্গ প্রতিবিম্বের আখ্যান…..
বিরহ মিলনের মাঝে আজও তাই পড়ে থাকে,
ভালবাসা আর বসন্তের ব্যবধান॥
*****************************************
সুমনা ভট্টাচার্য পরিচিতিঃ
শ্রী পরমেশ ভট্টাচার্য এবং মা জয়া ভট্টাচার্য এর কনিষ্ঠ কন্যা। ছোটবেলা কেটেছে নৈহাটি তে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম. এ। সাহিত্য চর্চা ও উপস্থাপনা বিশেষ প্যাশন। প্রফেশন–আট বছর ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা আর ইলেকট্রিকাল সেফটি মেটেরিয়াল এর ব্যবসাতে জড়িত এবং বর্তমানে আকাশবাণীর সঙ্গে যুক্ত ।।

2 Comments

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!