ভালোবাসারা ভেসে যায়
গীর্বাণী চক্রবর্তী
আকাশ নামা আদুর প্রান্তরে
চলে দুঃসহ তাপপ্রবাহ…….
গোছানো ছিমছাম স্বপ্নেরা পলাতক।
চোরাস্রোত তীব্রতর রঙিন জলে,
যৌথ ধ্বনি ঘরে ঘুরপাক খায়।
পাতা ঝরে যায়,পাখিরাও নিশ্চুপ,
এমন তো ছিলে না তুমি প্রিয়তমা!
স্বপ্ন দেখিয়েছিলে বউ কথা কও
পাখির ডাক দিয়ে যাওয়া রামধনু বাসরের ৷
হাতছানি দিয়ে যাওয়া খোলা
মাঠের উতল হাওয়ার,দূর নীলাকাশের।
টুকরো টুকরো ভালোবাসারা স্রোতের টানে ভেসে যায় ;
গতির তীব্রতা বাড়ে।
কখনও আবার অস্তিত্বের শেকড় ধরে জোরে টান মারে
ভেতরের সুপ্রাচীন মান্ধাতার শ্যাওলা ধরা অমোঘ হাত……
জীবনের শতফুল আনন্দ বড় বিষণ্ন আজ।
*************************************************************
গীর্বাণী চক্রবর্তী পরিচিতি
জলপাইগুড়ি শহরে জন্ম ও বেড়ে ওঠা, পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। প্রায় তিন দশক ছুঁয়ে আছে তার সাহিত্য সৃজন। ইতিমধ্যে অসংখ্য পত্র পত্রিকায় গীর্বাণীর লেখা প্রকাশ পেয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চার। তার লেখা গ্রন্থগুলি হল, এক ডজন গপ্পো, ভূত বাংলোর আতংক, শ্বেতা তোমার জন্য এবং অরণ্য জোনাকি।
গীর্বাণীর জন্ম ও কিছুটা বেড়ে ওঠা আলিপুরদুয়ার জংশন রেল শহরের অরবিন্দ কলোনী কোয়ার্টারে। পিতা জ্যোৎস্নেন্দু চক্রবর্তী ছিলেন এন এফ রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়(উঃ মাঃ), আলিপুরদুয়ার জংশন নামক একটি রেল শহরের স্বনামধন্য বাংলা শিক্ষক। পরবর্তীতে গীর্বাণীর জলপাইগুড়ি শহরের আদরপাড়ায় বেড়ে ওঠা ও শিক্ষয়িত্রী হন। ওনার লেখা বইগুলো পাঠক সমাজে বহুল সমাদৃত। ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।