মৃত্যুঞ্জয়
ধ্রুবজ্যোতি চক্রবর্তী
জীবন তুমি মৃত্যুকে ছুঁয়ে থাকো
ভয়কে জয় করবে তুমি তখনই,
জীবন তুমি ভয়কে দূরে রাখো
জয়টা তোমার হবেই হবে জানি।
জীবন তুমি মানুষকে ভালোবাসো
ভালোবাসার মানুষ বড় কাঁদে,
চলার পথে থমকে যেয়ো নাকো
ভালোবাসা তোমায় বড়ো বাঁধে।
বাঁধন পড়া তোমার কর্ম নয়
বাঁধন টুটে দিতেই হবে পাড়ি ,
সঙ্গে থাকুক জীবনমুখী চলা
চলার পথে তুমিই তো কান্ডারী।
শূন্য হাতের শত বঞ্চনা আসুক
শূন্য মানেই শূন্যতা নয়,
হতাশার গ্লানি ঝেড়ে পড়ো নির্মোক
বিবেকাদর্শে তুমিই মৃত্যুঞ্জয়।
জীবন তুমি মৃত্যুকে ছুঁয়ে থাকো
মৃত্যু তোমার স্পর্শে জীবন পাক,
সত্য নিষ্ঠা সততার জয় হোক
দেহটুকু শুধু অগ্নিতে পুড়ে যাক ৷
*********************************
ধ্রুবজ্যোতি চক্রবর্তী
কবি গল্প লেখক ও আবৃত্তিকার। এছাড়াও নাট্যশিল্পী ও নাট্যপরিচালক