চরৈবেতি
কঙ্কণা সেন
বিষণ্ণতার বিল-জলে
ডুব দিয়ে উঠেছি।
আর তাকাবো না ফিরে
অতীত,তুমি কবরেই থাকো।
প্রতিদিনের চলমান মুহূর্তগুলোকে
দু’মুঠিতে আঁকড়ে
পা বাড়াব অনাগতের দিকে
সে পথ হোক না পিচ্ছিল,
ধূলিধূসর,রুক্ষ মরু—কাঁটা বিছানো বা ফুলের।।
**********************************************************
কঙ্কনা সেন পরিচিতিঃ
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা-শিক্ষকতা।
চমৎকার অঙ্গীকার–যাক্ পুরাতন স্মৃতি,যাক্ ভুলে যাওয়া গীতি ❤️