হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে
অর্পিতা দে
অর্পিতার পুরো নাম অর্পিতা দে। কিন্তু ফেসবুকে সে অর্পিতা কুমু নামে পরিচিত। অর্পিতার ছোটবেলা কেটেছে ডুয়ার্সের তরাই অঞ্চলে। বাবা চাকরি করতেন অরণ্য বিভাগে। বদলির চাকরি। সেই সূত্রে পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই বিচরণের সুযোগ হয়েছে তার। মেদিনীপুরের মিশন স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক; কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে অর্থনীতি নিয়ে পড়াশুনা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার ডিগ্রী করা। তার প্রফেশনাল জগতে সে নানা ধরনের কাজ করেছে। কখনো কলেজে পড়ানো, কখনো সফটওয়্যার ডেভলপমেন্ট, কখনো বাচ্চাদের জন্য নানারকম টিচিং এড বানানো, জিআইএস ইনস্টিটিউট খোলা; জি আই এস ম্যাপ বানানো; রবীন্দ্রনাথের গানের ডিজিটাল স্বরলিপির কাজ ইত্যাদি। এই হরেকরকম কাজের সঙ্গে যোগাযোগের সূত্রে; অনেকরকম মানুষের সংস্পর্শে এসে সে ঝুঁকে পড়ে স্যোশাল সাইকোলজির দিকে। এছাড়াও কিছু ব্যক্তিগত কারণে 2009 সাল থেকে মনস্তত্ত্ব নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করে। ইগনাও থেকে এমএ; যাদবপুরে কাউন্সেলিং কোর্স; কলকাতা বিশ্ববিদ্যালয় স্কুল কাউন্সেলিং কোর্স; এছাড়াও নানারকম প্রয়োজনীয় পড়াশোনা করে সে মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ শুরু করে। বর্তমানে সে হিন্দুস্তান হেলথ পয়েন্ট হসপিটাল এর সঙ্গে যুক্ত এবং মানসিক অসুস্থতা সংক্রান্ত স্টিগমা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টে গবেষণারত। তার পছন্দের অনেকগুলি বিষয়ের মধ্যে গান অন্যতম। এছাড়া সে মনে করে আমরা সবাই প্রকৃতির সন্তান। অর্পিতা যে কোনো রকমের প্রান্তিকতার বিরুদ্ধে ও বহুত্ববাদের পক্ষে সোচ্চার। তার মত যেকোন রকমের আর্ট ফর্ম মানুষকে তার দৈনন্দিন ক্লেদ থেকে দূরে নিয়ে যেতে পারে! বিগত তিন বছর ধরে সে ন্যারেটিভ থেরাপিস্ট হিসেবে কাজ করছে।
খুব সুন্দর
খুব ভালো লাগল. মন ভরে গেল