একান্ত কথারা
লাবন্য নন্দী
ভীষণ ভীড় চার পাশে,
সবাই মত্ত নিজের কাজে।
প্রচুর সমস্যা ওদের
চলো এই ফাঁকে,
দু চারটে কথা বলি।
শুধু নিজেদের নিয়ে ভাবি,
সময় যে বড় অল্প,
রয়েছে কত গল্প,
শেষ করবো কখন?
আর দুটো স্টেশন
নামতে হবে যখন
ছাড়াছাড়ি আবার দুদিনের তখন।
*******************************************
লাবন্য নন্দী পরিচিতি
লাবণ্য নন্দী বর্ধমানের বাসিন্দা। প্রথাগত শিক্ষা Bsc(fishery), M.A.(Mass communication) । অতীতে বর্তমান পত্রিকাতে বেশ কয়েক বছরের অভিজ্ঞতা। প্রায় 400 প্রতিবেদন প্রকাশিত এবং পশ্চিম বঙ্গ সরকারের মৎস্য দপ্তর (মীন ভবনে) জল ও মৃত্তিকা বিশ্লেষক এর কাজে নিযুক্ত ছিলেন। বর্তমানে বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করেন। এছাড়া গান ও ফটোগ্রাফি তে বিশেষ আগ্রহ আছে এবং স্বীকৃতিও রয়েছে।
বেশ ভালো লাগলো!!