Shadow

কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ্য – শ্রাবণী বসু

কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ্য

শ্রাবণী বসু

বাতাসে তরঙ্গে মাটিতে কম্পনে
মিশে আছো তুমি।অথচ-
চোখ খুলে দেখতে পাচ্ছিনা,
ডেকে ডেকে সাড়া পাচ্ছিনা।
শ্মশান থেকে ফিরে এলো শবযাত্রীরা
নিঃসীম শূন্যতা ,বিষণ্ণতার মাঝখানে
আয়না ধরেছে  স্থির মুখচ্ছবি।
আকাশ যদি মাটিতে নেমে আসে,তবু
ফিরবেনা তুমি- মহামারীর অন্ধকার গহ্বর টেনে নিয়েছে তোমায় মহাসিন্ধুর ওপারে।
বালিশে বিছানায় রেশম সুতোর মতো
লেগে আছে তোমার জাগতিক স্পর্শ
শোক উড়ছে ঝাঁক ঝাঁক পঙ্গপালের মতো।
সারস্বত কলমকে কেউ কেড়ে নিতে পারেনা
সেটাই একমাত্র সান্ত্বনা।
কবিতার কাছে তুমিহীন তোমার
হাজারো কথার মুকুল ঝরছে ।
আমরা কুড়িয়ে রাখছি একে একে।

*********************************

শ্রাবণী বসু পরিচিতি:
পেশা শিক্ষকতা। কবিতা যাপনে যে সুখ পান,তেমনটি আর কোথাও পাননা। আর সেই কারণে কবিতা পাঠ করার সাথে সাথে লেখালিখি চলতে থাকে। প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ: দ্বিপ্রহর-১ (প্রিয়মুখ প্রকাশনী বাংলাদেশ)
ফেলে আসা শহর (বিভা পাবলিকেশন,কলকাতা)
দুই বাংলার লতিফা কলস (২০১৭),(২০১৮),(২০১৯) সম্পাদক ডঃ অনুপ দত্ত
পাল তুলে দিই কবিতায়
গালিব ছুঁয়ে বলছি (২০২১) সম্পাদক:শুভঙ্কর দাশ,শুভ্রাশ্রী মাইতি
একক কাব্যগ্রন্থ:কাগজের প্রতিবাদ (ইন্টারন্যাশনাল পাবলিশিং সেন্টার,কলকাতা)
সহ সম্পাদিকা:স্মাটি ত্রৈমাসিক পত্রিকা,হলদিয়া

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!