দৃঢ় অঙ্গীকার
কঙ্কনা সেন
নারী দেহ দেখলেই মনে হয়
এতো শুধু পণ্য!!
যখন যেমন সুযোগ পাবে
লুটে নাও___
কোর না তাকে গণ্য!!!
আদিম হিংস্রতায় তার সযত্নলালিত শরীরে
ভরে দাও দাঁত ও নখের উগ্র বিষ।
লজ্জা কিসের? এ তো পুরুষের অধিকার!
তাই কোর না মান্য শিশুকে
বৃদ্ধা সন্ন্যাসিনীকে
সুখী গৃহকোণের স্ত্রীকে বা
ফুটপাতের কাগজকুড়ুনীকে।
যে মেয়েটি পরম নির্ভরতায়
উচ্চশিক্ষার স্বপ্ন দুচোখে মেখে
আসতো শিক্ষকের কাছে__
তাকে মূল্য দিতে হয়।
যে মেয়েটি ‘লাইফ অফ পাই’ দেখে
উজ্জীবিত হয় বাঁচার প্রেরণায়
তাকেও মূল্য দিতে হয় নরখাদকের হাতে।
তুমি না নারী?
তোমার শরীরে আমার অধিকার।
প্রতিবাদ? চোপ!
অ্যাসিডে দেব বন্ধ করে মুখ__
তোমার শরীর ক্ষতবিক্ষত করেই আমার সুখ!
কবিতা, তোমায় দিই নি এখনো ছুটি___
শরীর আমার ঝলসে গেছে
মনের আগুন নিভবে না যে
এবার শুরু অন্য লড়াই
প্রতিবাদ তাই রক্তস্রোতে
দুর্বার আমি দুর্দম আমি
কোন কিছুতেই থামব না আমি
___এ আমার দৃঢ় অঙ্গীকার।।
****************************************************
কঙ্কনা সেন পরিচিতি
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা – শিক্ষকতা।