Shadow

ভবিষ্যৎ – সঞ্জীব নারায়ণ দত্ত

ভবিষ্যৎ
সঞ্জীব নারায়ণ দত্ত

আসন্ন সময় পঞ্জিকায়
জোয়ার ভাঁটা নিয়ে কোনো
পূর্বাভাস নেই,
নেই কোনো সময়ের নির্ঘন্ট ৷
তাই নিস্তরঙ্গ ভেসে চলার কথা
হালকা চিন্তাগুলোই শুধু রেখে দাও৷
ভারী স্বপ্নগুলোকে নিয়ে
এখন আর একটুও এগোনো যাবে না৷
আসন্ন সময় পঞ্জিকায়
কোন মাহেন্দ্রক্ষণ বলে কিছু নেই৷
যে কোন মূহুর্তেই
শুরু হতে পারে বিপদ।
শুরু হতে পারে বৃষ্টি
আর তাই প্রতি মূহুর্তে চূড়ান্ত সতর্কতা৷
আগুনে পুড়তেও পারি
এমনকি বৃষ্টিতেও ভিজতে পারি৷
আসন্ন সময় পঞ্জিকার
প্রথম ও শেষ পাতাটাই নেই
তাই শুরু আর শেষ
দুটোই জিজ্ঞাসায় মোড়া৷
********************************************

কবি পরিচিতি ~ জন্ম ও পড়াশোনা কোলকাতায়৷ মূলতঃ ভাস্কর ও চিত্রশিল্পী৷ বিজ্ঞানের ছাত্র সঞ্জীব কোলকাতার ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে চিত্রকলা ও ভাষ্কর শ্রী মাধব ভট্টাচার্যের কাছে ভাস্কর্যের শিক্ষা লাভ করেন৷ সারা দেশে ও বিদেশে তাঁর শিল্প ও ভাস্কর্য সম্মানিত৷ চিত্রকলার জগতের মানুষ হয়েও প্রথম ভালোবাসা কবিতা যা লেখেন শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য৷ এই কবিতা তারই একটি প্রকাশ৷

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!