Shadow

লক ডাউন – সুকন্যা দাসগুপ্ত

লক ডাউন

সুকন্যা দাসগুপ্ত

লক ডাউন সময়ে সময় কি লক ডাউন হয়?
জীবন কি থেমে যায়? হয় কি জীবন স্পৃহার ক্ষয়?
জীবনের খুঁটিনাটির  চরৈবেতি কই, যায় না তো থেমে?
ক্লান্ত কাঁধের বোঝা—-চাওয়া পাওয়া যায় কি নেমে?
পরিযায়ী শ্রমিকের মতো আনাগোনা দিন নামচার ডালি
দেখি না তো পড়ে থাকে কভু—একা একা নিষ্ফলা খালি।
মৃত্যুর খতিয়ান ঘেরা অস্থির সময়ের ত্রাস
বিবর্ণ সমাজের ওঠা পড়া নিত্য করে গ্রাস।
সুখী রাতঘুমেরা বাষ্প হয়ে পোড়ায় দুচোখ
ত্রস্ত মন চায় ধস্ত সময় অবসান হোক
ভোরের মিঠে আলো ভুলেছে সঞ্জীবনী পরশ
তাড়া করে, পিছু ধায়, হতাশার হারানোর তরস
বয়ে চলে লক ডাউন, বয়ে চলে ভয় তিরতির
আশাহীন দিগন্তে তবু আশা, কাটবেই এ
তিমির।।

************************************************

সুকন্যা দাসগুপ্ত পরিচিতি
বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। সাহিত্য কে সঙ্গী করে বিদ্যালয়ে শিক্ষকতা শুরু। সে পথচলা আজও অব্যাহত
এর পাশাপাশি রয়েছে দ্বিতীয় প্রেম — সঙ্গীত। সুরের মূর্ছনা কে হৃদয়ে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ও পরিচালনয় তাঁর আগ্রহ ও দক্ষতার সাক্ষর তিনি রেখেছেন। কবিতার টান তাঁকে বেঁধে রেখেছে সাহিত্যের পথে।

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!