Shadow

সারসের প্রতি – অনিরুদ্ধ ভট্টাচার্য্য

সারসের প্রতি

অনিরুদ্ধ ভট্টাচার্য্য

বেদনার গ্লানি তোমার ডানায়
মুছে যেতে দেখেছি,
পাত্র ভরা কানায় কানায়,
যেন একসাথে থেকেছি,
আরও নেশা করব বলে।
আমার উৎসাহের অতলে
কেউ যেন মুখ ফিরিয়ে আছে,
বোঝা না বোঝার উর্ধে যেন,
যদি পড়ে ধরা কারুর কাছে!
নদীর তীরটি ধরে-
পায়ে চলা পথের
থেকে সরে সরে-
যে বালির চরে
একটা পরিমিত সাদা অঙ্গন
গড়েছ তোমরা-
আমাদের নিগূঢ় শীতে,
তোমাদের প্রাণভোমরা
অবহেলে করেছে গ্রহণ
একটা কবোষ্ণ উত্তাপ।
দূরাগত শোকসন্তাপ,
যেখানে মলিন সূর্য্যের,
সাথী হয়েও-
শুভ্র হিমশৌর্য্যের
মানে পরাভব-
সে গণরাজ্যের
পাকদন্ডী বেয়ে
মহাচীন হিমালয় ছেয়ে
যখন থেকে জীব
জীবের পেয়েছে সাড়া-
তখন থেকে
আমরা একাকীত্বের দূত-
এই জেনে
এই দেখে-
উড়েছো এক পরিযায়ী
চেতনার আশ্রয়ে।
আবেগের সাশ্রয়ে,
তোমাদের উড্ডীন পাখার
ব্যপ্তি যখন,
দূরের গাঢ় নীলে,
ছায়া ফেলে থাকার
স্বপ্ন মেলে,
প্রচ্ছন্ন উদ্বেগে-
আমার অতলের
মুখ ফিরানো
কেউ যেন
তার মনের কথা বলে-
“গহন,তুমি
এ শ্যামলিমায়
খুঁজে ফেরো
ব্যাথাতুর আস্বাদ-
বিরহে তোমার,
হয়তো নেই কোনো খাদ,
জলে মুখ দেখে
প্রাঞ্জল হয়ে থেকে
ডানার ছায়াস্বপ্নের
বধিরতার আড়ালে,
নিজেকেই তুমি খুঁজে নিয়ো,
কেউ নেই,
কেউ নেই জেনে।
******************************************

অনিরুদ্ধ ভট্টাচার্য্য পরিচিতি
হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার ব্যুৎপত্তি সম্পন্ন এক অসামান্য স্বর্ণকন্ঠের অধিকারী পন্ডিত অনিরুদ্ধ ভট্টাচার্য্য ৷ শুধুমাত্র সমগ্র ভারতবর্ষই নয় ইউ এস এ, ইউ কে এবং ফ্রান্সের সঙ্গীত প্রিয় মানুষ তাঁর সঙ্গীতের সুরমূর্চ্ছনায় মুগ্ধ৷ বয়সে নবীন অনিরুদ্ধর জন্ম ১৯৭১ সালে৷ সঙ্গীত অন্তপ্রাণ  অনিরুদ্ধ সঙ্গীত শোনার অনুশীলন, পৃষ্ঠপোষকতা এবং শিক্ষানবিশী শুরু করেন খুব ছোটবেলা থেকে মা শ্রীমতী গৌরী ভট্টাচার্যের কাছে৷ গৌরী দেবী স্বয়ং একজন প্রতিষ্ঠিত সঙ্গীতশিলী এবং পন্ডিত এ.কাননের শিষ্যা।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!