স্বচ্ছতা দূত
প্রণব আচার্য্য
আমরা হলাম স্বচ্ছতা দূত ।
রাস্তাঘাট সাফাই করে,
জঞ্জাল সব ভ্যাট-এ ভরি ।
নিত্য এ কর্মের দ্বারা
রোগের জীবাণু আমরা নাশ করি ।
বাঁচাতে মারণরোগের হাত থেকে
সকল নগরবাসীদের
আমরাই যে সব লাগাম ধরি ।
ঊষার আলো ফুটতেই, বাঁশি বাজিয়ে
প্রতি বাড়ি হতে জঞ্জাল সব সংগ্রহ করি ।
এ শহর, এ গ্রাম আমাদের কাছে
যেন এক পুন্য তীর্থভূমি ।
তার শুধ্বয়নে, তার পরিচ্ছন্নে
আমরা যে সদাই সতর্ক থাকি ।
কারণ, এ পরিবেশ আমাদের জন্মভূমি ।
এ কর্ম আমাদের একার নয়, সকল নাগরিকের ।
বন্ধ কর সব ময়লা ফেলা যত্রতত্র, আর
নদী নালা পূর্ন করা আবর্জনায় ।
গড়তে যদি চাই এ পরিবেশ স্বাস্থ্যকর ও সুখকর,
মানতে হবে নিয়মবিধি সকল অধিবাসীবৃন্দের ।
**********************************************
প্রণব আচার্য্য পরিচিতি : বি. কম (অনার্স), কাব্য ও সাহিত্য চর্চায় অনুরাগী। সম্প্রতি কিছুদিন আগে থেকে কলম কে সাথী করে পথ চলা।