Shadow

জলসাঘর-দেবশ্রী রায়

জলসাঘর

জলসাঘর

দেবশ্রী রায়

তুমি তানপুরা জুড়ে স্মৃতিজল

কোন মেঘ বিকেলে 

জানালায় বেসামাল আলো এলে 

সাত সুরের সিঁড়ি ভেঙ্গে ক্লান্ত পায়ে হেঁটে যাই

আঙ্গুলের ডগা থেকে খসে পড়েছে 

ভৈরবীইমনআশাবরী

জল সরে গেলে মালকোষ আসে,

মধুবন্তী আসে,

গান গল্প জুড়ে এক গভীর আবহের অনুরণন

তরঙ্গের উৎস আঙুলে আজও তীব্র কম্পাঙ্ক,

স্বপ্নপুরী থেকে উঠে আসে গান্ধর্বী 

শব্দের ঢেউ ভেঙে শুরু হয় নতুন সরগম

আমার ঘরের ভেতর তখন জলসাঘর।।

2 Comments

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!