Shadow

দমকা হাওয়া-কঙ্কনা সেন

কঙ্কনা সেন কবিতার ছবি

দমকা হাওয়া
কঙ্কনা সেন

সেদিন এক দমকা হাওয়া
নিশ্চিন্ত চতুষ্কোণ থেকে
ধাক্কা মেরে আমাকে
নামিয়ে দিল পথে
মাথার ওপর নেই নীলাকাশ
গনগনে খই ফোটানো
উল্টোনো তপ্ত কড়াই
ভাবার নেই কোনো অবকাশ

সেই থেকে হেঁটেই চলেছি
পায়ে পা
পথ বলল,” কোথায় যাবে?”
—-” ওই যে লালে লাল পলাশ
ওখানে গিয়ে শরীরে মনে রঙিন হবো
পথ হাসে।আরে, বসন্ত যে শেষ
পলাশের শেষ কুঁড়িটাও
গেছে ঝরে রোদের দাবদাহে
সম্বিত ফিরে বলি,”তাই তো
তবে যাই ওই বটগাছটার তলে
ওর ছায়ায় জুড়োব প্রাণমন

পথ বলে,”যাও।এগিয়ে যাও
থেমো না।
সেই থেকে হেঁটেই চলেছি
ক্লান্তিটাকে ছুঁড়ে ফেলেছি
কিন্তু কিছুতেই ঠাহর হচ্ছে না
বটগাছটা আর কতোদূর?

কঙ্কনা সেন ছবি

কঙ্কনা সেন:
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম,
ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা
বিশ্বাস মানবতায়
পেশাশিক্ষকতা

2 Comments

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!