যন্ত্রবৎ
দিলীপকুমার মিত্র
বৃষ্টিস্নাত শীতের সকালে যখন
হাওয়ার ডানায় ভর করে
শীকরেরা হানা দেয় ঘরে,
লুটোপুটি খায় সোয়েটারে, চাদরে —
তখনই, কেবল তখনই আমার
হিমের জন্যে মন কেমন করে
নইলে শীকর তো ঝর্ণাকলেও ওড়ে!
ঘোরতর শীতের মাঝেও যেদিন
মেঘলা আকাশ, তাই মৃদু মৃদু ঘাম
বালাপোশ বাড়তি মনে হয়,
জড়ো হয় পায়ের তলায় —
সেইদিন, কেবল সেইদিনই আমার
ওমের জন্য মন কেমন করে,
নইলে উত্তাপ তো হীটারও ছড়ায়!
প্রতিদিনের আসা যাওয়ার মাঝে,
পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা
যেদিন বাঁধভাঙা কলতান আনে
হৃদয়, শরীর জুড়ে, আনে মনেপ্রাণে —
সেই, কেবল সেই মুহুর্তেই আমার
তোমার জন্যে মন কেমন করে,
নইলে যন্ত্রবৎ তুমিই তো নিত্য এ জীবনে ।।
দিলীপকুমার মিত্র
দিলীপকুমার মিত্র পরিচিতি: পৃথিবীর আলো দেখা ১৯৬৬ সালে। বেড়ে ওঠা এবং পড়াশোনা বর্ধমান শহরে। পেশায় একটি সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠানের আধিকারিক। নেশায় পাঠক। শখে লেখালেখি।
খুব ভালো লাগল।
খুব ভালো লাগল।
ব্যতীক্রমী চাওয়া…