Shadow
ছবি সৌজন্যে গুগল গার্হস্থ্য হিংসা

যুদ্ধ

কাজরী বসু

মধ্যিখানে ব্রেক নিও আজ। যুদ্ধটায়। 
অনেক যুদ্ধ ঘরেই রইল। বন্দুকও। 
চোখ রেখেছে মেয়ের দিকে। জঙ্গিরা। 
ছিঁড়ছে খাচ্ছে হাত বাড়াচ্ছে। জঙ্গি নয়? 
উগ্রগন্ধী আগুন পুষছি। ডোমেস্টিক । 
হিংসে রাখছি হিংসে খাচ্ছি। খুঁজছি ব্লেড। 
কান্নাগন্ধে উথলে উঠল রান্নাঘর। 
অন্য আর কী ব্যাখ্যা দিচ্ছ সন্ত্রাসের? 
হচ্ছি বন্ধু হইনি বন্ধু, জানলে না। 
রাগ রেখেছি গুপ্ত অস্ত্রে। বাঘনখে। 
বোতল ভরছি কোতল করছি। হাসছি খুব। 
আমার কাছে অর্থ শিখবে কোন প্রেমের? 
গন্ধ আসছে। গন্ধ পাওয়ার প্রশ্নতে 
উত্তরে ভুল,দক্ষিণে ভুল। কোনটা ঠিক? 
যুদ্ধ হচ্ছে যুদ্ধ চলছে সবখানে। 
পারলে থামাও। বাঁধ দিয়েছ বন্যাতে ?

কাজরী বসু :
কাজরী বসু কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে সাম্মানিক বাংলায় স্নাতক। স্নাতকোত্তর পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলায় মাস্টার্স করার পর শিক্ষাব্রতী কাজরী নিয়মিত সাহিত্যচর্চা করেন। নিজস্ব একক চারটি  কাব্যগ্রন্থ ছাড়াও বিভিন্ন কাব্যসংকলনে কবিতা , রহস্য উপন্যাস,গদ্য প্রকাশিত হয়ে থাকে। সঙ্গীতে সমানভাবে আগ্রহী কাজরী নিয়মিত সঙ্গীতচর্চা করেন। গীতবিতান শিক্ষায়তনের গীতভারতী ডিগ্রির পরে শ্রী সুবিনয় রায়ের কাছে দীর্ঘদিন তালিমপ্রাপ্ত। পরিবারে আছেন স্বামী ও একমাত্র কন্যা।

 

2 Comments

  • Brati Ghosh

    এতো দৃপ্ত লেখা বহুদিন বাদে পড়লাম। অসম্ভব ভালো লেগেছে।

  • Sutapa das

    অসাধারণ লেখা দিভাইএর সব লেখা আমার ভালো লাগ।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!